shono
Advertisement
India-England match

ভারত-ইংল্যান্ড ম্যাচে পাক জার্সিতে মাঠে! সমর্থকের বিরুদ্ধে তদন্তে পুলিশ

ওই সমর্থককে জার্সি ঢেকে রাখার নির্দেশ দেয় পুলিশ।
Published By: Prasenjit DuttaPosted: 12:04 PM Jul 29, 2025Updated: 12:13 PM Jul 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টারে দুর্দান্ত লড়াই করে ম্যাচ বাঁচিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু সেখানেও ভারত-পাক উত্তেজনার এক ভিডিও প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, ম্যাঞ্চেস্টারে ভারত-পাকিস্তান জার্সি নিয়ে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, পাকিস্তানের জার্সি পরা এক সমর্থককে তা ঢেকে রাখার কথা বলছে পুলিশ। যা নিয়ে বিতর্কও শুরু হয়েছে। ওই সমর্থকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

কী দেখা গিয়েছে ওই ভিডিওয়? দেখা গিয়েছে, এক পুলিশ অফিসার ওই সমর্থককে জার্সি ঢেকে রাখার নির্দেশ দিচ্ছেন। শোনা যায়, ওই সমর্থক বলছেন তাঁকে লিখিত ভাবে জানাতে হবে। খানিক পর আরও কিছু পুলিশ এসে তাঁরাও একই অনুরোধ করেন। এতে রেগে যান ওই সমর্থক। তাঁকে বলতে শোনা যায়, "আমাকে জার্সি ঢেকে রাখতে বলা হয়েছে। আমি তাদের লিখিতভাবে এই নির্দেশ দেওয়ার কথা বলেছি।"

তিনি জানান, তাঁর চারপাশে থাকা ইংল্যান্ড ও ভারতীয় সমর্থকদের কোনও সমস্যা হয়নি। তাছাড়াও তিনি তো টিকিট কেটে খেলা দেখতে এসেছেন। যে কোনও জার্সি পরেই তিনি মাঠে হাজির থাকতে পারেন। তাই পুলিশের কেন সমস্যা হচ্ছে? এতে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

মাঠে উপস্থিত পুলিশ জানিয়েছে, ওল্ড ট্র্যাফোর্ডের নিয়ম হল কেবল অংশগ্রহণকারী দুই দেশের জার্সি পরেই হাজির থাকতে হবে। সেই কারণেই জার্সি ঢেকে রাখার অনুরোধ করা হয়েছে। যদিও এতে সংশ্লিষ্ট ওই ব্যক্তির পুলিশের সঙ্গে তর্কাতর্কি থামেনি। কিছুক্ষণের মধ্যেই তাঁকে বাইরে নিয়ে যাওয়া হয়। খেলা দেখতে গেলে নিয়ম মানতেই হবে। নিয়মের ঊর্ধ্বে তো কেউ নন। এ কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন নেটিজেনরা। ল্যাঙ্কাশায়ারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এই বিষয়ে তদন্ত শুরু করেছে তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ম্যাঞ্চেস্টারে দুর্দান্ত লড়াই করে ম্যাচ বাঁচিয়েছে টিম ইন্ডিয়া।
  • কিন্তু সেখানেও ভারত-পাক উত্তেজনার এক ভিডিও প্রকাশ্যে এসেছে।
  • দেখা যাচ্ছে, ম্যাঞ্চেস্টারে ভারত-পাকিস্তান জার্সি নিয়ে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে।
Advertisement