shono
Advertisement
PSL

পাকিস্তানে উলটপুরাণ! আর হেয়ার ড্রায়ার নয়, এবার সোনায় বাঁধানো আই ফোন উপহার পিএসএলে

লাহোর কলান্দারের পক্ষ থেকে দামি উপহার তুলে দেওয়া হয় শাহিন শাহ আফ্রিদির হাতে।
Published By: Arpan DasPosted: 02:19 PM Apr 21, 2025Updated: 02:19 PM Apr 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ কী হল পাকিস্তান ক্রিকেট লিগের! এই তো দিন কয়েক আগে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল হেয়ার ড্রায়ার। আর সেখান থেকে সোজা কিনা ২৪ ক্যারাটের সোনায় বাঁধানো আই ফোন। না, ম্যাচ সেরার জন্য নয়। লাহোর কলান্দারের পক্ষ থেকে এই দামি উপহার তুলে দেওয়া হয় তাদের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির হাতে।

Advertisement

ইস্টারের দিন লাহোরের তরফ থেকে ঠিক করা হয়, দলের সকলকে উপহার দেওয়া হবে। এই দলে ফখর জামান, ড্যারিল মিচেল, হ্যারিস রউফের মতো প্লেয়ার আছে। তারকা পাক পেসার শাহিন আফ্রিদি হলেন এই দলের অধিনায়ক। রবিবার লাহোর কলান্দারের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, শাহিনের হাতে একটি বাক্স তুলে দেওয়া হয়।

শাহিন সেই বাক্সটি খুলতেই দেখা যায়, তার মধ্যে রয়েছে ২৪ ক্যারাট সোনায় বাঁধানো আই ফোন ১৬ প্রো! যা দেখে চমকে যান খোদ শাহিনও। তবে এই নিয়ে খুনসুটিও হয়। সতীর্থ হ্যারিস রউফের মতে, শুধু অধিনায়ককে এত দামি উপহার দেওয়া একেবারেই অনুচিত। আর সবার শেষে ফোনের বাক্সটা নিয়ে পালিয়ে যান ড্যারিল মিচেল। এই ভিডিওর সঙ্গে লাহোরের তরফ থেকে ক্যাপশনে লেখা হয়, 'আমাদের অধিনায়ক এই উপহারের যোগ্য। লাহোর কলান্দারের মূল শক্তি শাহিনকে ২৪ ক্যারাটের সোনায় বাঁধানো আই ফোন দেওয়া হল'। এই মুহূর্তে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পিএসএলে দ্বিতীয় স্থানে আছে।

মজার বিষয়, এর আগে পিএসএলে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে হেয়ার ড্রায়ার বা দাড়ি কামানোর যন্ত্র দেওয়া হয়েছে। ম্যাচ জেতানো ইনিংস খেলার পর করাচি কিংসের জেমস ভিন্সকে হেয়ার ড্রায়ার পুরস্কার দেয় দল। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ‘রিলায়েবল প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার তুলে দেওয়া হচ্ছে ইংরেজ ব্যাটারের হাতে। কিন্তু হেয়ার ড্রায়ার পুরস্কার পেয়ে রীতিমতো হতবাক হয়েছিলেন জেমস। তবে শেষ পর্যন্ত পুরস্কার গ্রহণ করেন তিনি। তবে ভিডিও ছড়িয়ে পড়তেই হাসির রোল নেটদুনিয়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এ কী হল পাকিস্তান ক্রিকেট লিগের! এই তো দিন কয়েক আগে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল হেয়ার ড্রায়ার।
  • আর সেখান থেকে সোজা কিনা ২৪ ক্যারাটের সোনায় বাঁধানো আই ফোন। না, ম্যাচ সেরার জন্য নয়।
  • লাহোর কলান্দারের পক্ষ থেকে এই দামি উপহার তুলে দেওয়া হল তাদের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির হাতে।
Advertisement