সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঞ্জু স্যামসনকে ঘিরে নাটকের মাঝেই ইঙ্গিতবাহী পোস্ট করল রাজস্থান রয়্যালস। অধিনায়ক ধ্রুব জুরেলকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দেওয়া হল দলের সোশাল মিডিয়ায়। তারপর থেকেই জল্পনা, এবার কি তাহলে রাজস্থান অধিনায়কের পদ থেকেই ছেঁটে ফেলা হল সঞ্জুকে? উল্লেখ্য, রাজস্থান ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছিল তারা সঞ্জুকে ছাড়তে চায় না। কিন্তু তারকা ব্যাটার নিজেই আর রাজস্থানে থাকতে চান না।
২০১৩ সালে সঞ্জুকে সই করায় রাজস্থান। প্রথম দফায় ৩ মরশুম রাজস্থানের হয়ে খেলেন। ২০১৮ সালে তাঁকে আবার কিনে নেয় রাজস্থান। তারপর থেকেই রাজস্থানের মুখ হয়ে উঠেছেন সঞ্জু। ২০২১ সালে তাঁকে অধিনায়ক করা হয়। তাঁর অধিনায়কত্বে ২০২২ সালে ফাইনালে ওঠে রাজস্থান। ২০২৪ সালেও দলকে প্লে-অফে তোলেন সঞ্জু। কিন্তু গত আইপিএল থেকেই রাজস্থান ম্যানেজমেন্টের সঙ্গে সমস্যা শুরু হয় সঞ্জুর।
সাধারণত ওপেন করতেই স্বচ্ছন্দ বোধ করেন সঞ্জু। কিন্তু গত মরশুমে যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীর ওপেনিং জুটি বেশ সফল হয়। বাধ্য হয়ে ব্যাটিং অর্ডার পালটাতে হয় সঞ্জুকে। এমনকি টুর্নামেন্ট চলাকালীন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও তাঁর মতানৈক্যের খবরও পাওয়া গিয়েছে। সেই সঙ্গে গত মরশুমে চোটের জন্য সবক’টি ম্যাচ খেলেননি। মোট আটটি ম্যাচে সঞ্জুর পরিবর্তে রাজস্থানকে নেতৃত্ব দেন রিয়ান পরাগ। সবমিলিয়ে, রাজস্থান ছাড়ার পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সঞ্জু।
এই টানাপোড়েনের মধ্যেই অধিনায়ক ধ্রুব জুরেলকে শুভেচ্ছা জানাল রাজস্থান। আসন্ন দলীপ ট্রফিতে সেন্ট্রাল জোনকে নেতৃত্ব দেবেন জুরেল। সেই নিয়েই রাজস্থানের সোশাল মিডিয়ায় লেখা হয়, 'এক হোগা জো উইকেট কে পিছে সে ম্যাচ বদল দেগা।' উল্লেখ্য, এই উক্তি মূলত ব্যবহার করা হয় মহেন্দ্র সিং ধোনিকে বর্ণনার হিসাবে। তারপর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি আসন্ন মরশুমে সঞ্জুকে ছেঁটে ফেলে জুরেলকেই অধিনায়ক করতে চলেছে রাজস্থান। যদি সঞ্জুকে স্কোয়াডে রেখে জুরেলকে অধিনায়ক করা হয়, তাহলে সেটা সঞ্জুর পক্ষে যথেষ্ট অপমানজনক, বলাই বাহুল্য।
