সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ বছর পর রনজি ট্রফিতে নেমেছেন। যদিও রান পাননি। ১৫ বল খেলে ৬ রান করেছেন। তবে ভক্তদের ভালোবাসার অভাব হয়নি। 'কিং' কোহলিকে নিয়ে চরম উন্মাদনা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির জয়ের দিনও তিনজন সমর্থক মাঠে ঢুকে পড়েন। কিন্তু ভক্তদের ভালোবাসা ছাড়াও রনজি ট্রফিতে নেমে প্রতিদিন কত টাকা পাচ্ছেন কোহলি?
রনজিতে কোহলির প্রত্যাবর্তন নিয়ে উন্মাদনা প্রথম থেকেই চরমে ছিল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম কানায় কানায় ভর্তি ছিল। কর্তৃপক্ষ সম্ভবত অনুমান করেনি, এত জনসমাগম হবে। এমনকী আহতও হয়েছিলেন কয়েকজন। তার মধ্যে একজন মাঠে ঢুকে কোহলিকে প্রণাম করেন এক ভক্ত। ম্যাচের তৃতীয় দিনেও ছবিটা একই রকম। এদিনও নিরাপত্তার বেড়া টপকে তিনজন ভক্ত মাঠে ঢুকে পড়েন। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।
ম্যাচে কোহলি রান না পেলেও সহজেই জিতল দিল্লি। প্রথমে ব্যাট করে রেলওয়েজ করে ২৪১ রান। জবাবে দিল্লি তোলে ৩৭৪ রান। কোহলি আউট হন মাত্র ৬ রানে। দিল্লির অধিনায়ক আয়ুষ বাদোনি ৯৯ রানে আউট হন। বড় রানের লিড মাথায় নিয়ে রেলওয়েজ গুঁটিয়ে যায় মাত্র ১১৪ রানে। এক ইনিংস ও ১৯ রানে ম্যাচ জেতে দিল্লি।
দ্বিতীয় দিনের শেষে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল বিরাটকে। কিন্তু দিল্লির জার্সিতে নেমে প্রতিদিন কত টাকা পাচ্ছেন কোহলি? জানা যাচ্ছে, দিনপিছু তিনি ৬০ হাজার টাকা পাবেন। যেহেতু তিনি ৪০টার বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তাই এই টাকা পাচ্ছেন। যাঁরা ২১-৪০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, তাঁরা পান ৫০ হাজার টাকা। তবে ম্যাচ যেহেতু তিনদিনে শেষ হয়ে গিয়েছে, তাই সব মিলিয়ে ১ লক্ষ ৮০ হাজার টাকা কোহলির পাওয়ার কথা।
