সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ক্রিকেটে নয়া ইতিহাস রচনা আফগানিস্তানের রশিদ খানের। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারের নজির গড়লেন তিনি। টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভোকে। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের ম্যাচে এই রেকর্ড গড়লেন রশিদ।
এমআই কেপ টাউনের হয়ে পার্ল রয়্যালসের বিরুদ্ধে দুটি উইকেট তোলেন আফগানিস্তানের স্পিনার। যার ফলে ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে তাঁর মোট উইকেট সংখ্যা দাঁড়াল ৬৩৩। যে উইকেট তুলতে তিনি নিয়েছেন মাত্র ৪৬১টি ম্যাচ। গড় ১৮.০৭। সেরা পরিসংখ্যান ১৭ রান দিয়ে ৬ উইকেট। কেরিয়ারে চারবার পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর নামে।
অন্যদিকে দীর্ঘ ১৮ বছরের টি-টোয়েন্টি কেরিয়ারে ৬৩১টি উইকেট নিয়েছেন ব্র্যাভো। গড় ২৪.৪০। গত বছরই তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। বর্তমানে ব্র্যাভো আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। অন্যদিকে রশিদ খেলেন গুজরাট টাইটান্সের হয়ে। এছাড়াও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন আফগান স্পিনার। দেশের হয়ে তাঁর উইকেট সংখ্যা ১৬১, সেখানে ফ্র্যাঞ্চাইজি লিগে মোট উইকেট ৪৭২।
ইতিহাস গড়ে রশিদ বলছেন, "এটা বিরাট প্রাপ্তি। দশ বছর আগেও ভাবিনি এই জায়গায় পৌঁছতে পারব। আফগানিস্তানের ক্রিকেটার হিসেবে এই জায়গায় পৌঁছনো বড় গর্বের। ব্র্যাভো টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার। তাই এই নজির আমার কাছে আরও সম্মানের।" উল্লেখ্য, টি-টোয়েন্টিতে মোট উইকেট শিকারের তালিকায় রশিদ ও ব্র্যাভোর পরই আছেন সুনীল নারাইন (৫৭৪), ইমরান তাহির (৫৩১) ও শাকিব আল হাসান (৪৯২)।
