shono
Advertisement
RCB

আইপিএলের আগে চোট-আঘাতে জেরবার আরসিবি, তারকাদের নিয়ে উদ্বেগে বিরাটদের দল

তাঁরা না খেললে বড় প্রভাব পড়বে বেঙ্গালুরু দলে।
Published By: Prasenjit DuttaPosted: 05:25 PM Jan 04, 2026Updated: 05:25 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মরশুমে দীর্ঘ ১৮ বছরের খরা কাটিয়ে প্রথমবার আইপিএল এসেছে আরসিবি শিবিরে। আসন্ন মরশুমেও জয়ের ধারা বজায় রাখতে মরিয়া তারা। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগেই ফিটনেস বিপর্যয়ের মুখে পড়েছে তারা। চারজন তারকা ক্রিকেটারের চোট আরসিবি শিবিরকে ইতিমধ্যেই উদ্বেগে রেখেছে।

Advertisement

সেই চার ক্রিকেটার হলেন রজত পতিদার, ফিল সল্ট, জশ হ্যাজেলউড এবং টিম ডেভিড। এই চারজনই দলের নির্ভরযোগ্য ক্রিকেটার। একার হাতেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। কীভাবে চোট পেলেন তাঁরা? মিডল অর্ডার ব্যাটার পতিদার বিজয় হাজারে ট্রফিতে খেলতে গিয়ে চোটের কবলে পড়েন। এই মুহূর্তে তাঁর চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। গত মরশুমে ১৫ ম্যাচে ৩১২ রান করেছিলেন আরসিবি অধিনায়ক।

অন্যদিকে, ইন্টারন্যাশনাল লিগ টি-২০ খেলতে গিয়ে পিঠে চোট পেয়েছেন সল্ট। চোটের কারণে এই প্রতিযোগিতার কোয়ালিফায়ার ম্যাচ থেকেও ছিটকে যান তিনি। ইংরেজ তারকার চোটও চিন্তায় রাখছে বিরাটদের। গত মরশুমে দুরন্ত ছন্দে ছিলেন। ১৩ ম্যাচে করেছিলেন ৪০৩ রান। স্ট্রাইক রেট ছিল প্রায় ১৭৬। তাদের ওপেনারের চোটের খবরে নিঃসন্দেহে চিন্তার ভাঁজ আরসিবি শিবিরে।

এবার আসা যাক টিম ডেভিডের কথায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র কয়েক সপ্তাহ আগে ব্যাশ লিগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন অজি তারকা। পারথ স্টেডিয়ামে হোবার্ট হারিকেনস বনাম পারথ স্কর্চার্স ম্যাচে তিনি চোট পান। ২৯ বছর বয়সি এই ক্রিকেটারের চোটে কেবল আরসিবি নয়, চিন্তায় থাকবে অস্ট্রেলিয়াও। চোট পেয়েছেন জশ হ্যাজেলউডও। আরসিবি'র বোলিং আক্রমণের অন্যতম ভরসা তিনি। তিনি বিরাট কোহলিদের দলে রয়েছেন ২০২২ সাল থেকে। গত নভেম্বর থেকে চোটে ভুগছেন। হ্যাজেলউড না খেললে বড় প্রভাব পড়বে বেঙ্গালুরু দলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত মরশুমে দীর্ঘ ১৮ বছরের খরা কাটিয়ে প্রথমবার আইপিএল এসেছে আরসিবি শিবিরে।
  • আসন্ন মরশুমেও জয়ের ধারা বজায় রাখতে মরিয়া তারা।
  • কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগেই ফিটনেস বিপর্যয়ের মুখে পড়েছে তারা।
Advertisement