shono
Advertisement
The Hundred

ইংল্যান্ডের লিগে টাকা ঢালছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো, সিঁদুরে মেঘ দেখছেন পাক ক্রিকেটাররা!

আইপিএলের মতো ইংল্যান্ডের 'দ্য হান্ড্রেড' লিগও কি বন্ধ হয়ে যাবে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য?
Published By: Arpan DasPosted: 07:00 PM Feb 15, 2025Updated: 07:00 PM Feb 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের গণ্ডি পেরিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো দাপট এখন বিশ্বের একাধিক দেশে। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে ইতিমধ্যেই দল কিনেছে ফ্র্যাঞ্চাইজিরা। এবার তারা হাত বাড়িয়েছে ইংল্যান্ডের 'দ্য হান্ড্রেড' লিগে। কিন্তু সেই সঙ্গে প্রশ্ন এবার কি সেখানে রাস্তা বন্ধ হবে পাকিস্তানের ক্রিকেটারদের?

Advertisement

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী 'দ্য হান্ড্রেড' লিগের অংশীদারিত্ব বিক্রি করা হয়েছে। আর সেখানে আধিপত্য আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর। সেখানে মুম্বই ইন্ডিয়ান্স কিনেছে ওভাল ইনভিন্সিবলস, দিল্লি ক্যাপিটালসের সহ-অংশীদার সংস্থা কিনেছে সাউদার্ন ব্রেভ। আবার সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ কিনেছে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের শেয়ার। যারা লখনউ সুপার জায়ান্টসের মালিক। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ কিনেছে নর্দার্ন সুপারচার্জার্স।

সব মিলিয়ে ৩২৫৭ কোটি টাকায় বিক্রি হয়েছে চারটি দল। যা হান্ড্রেড লিগের মোট অংশীদারি মূল্যের প্রায় ৩০ শতাংশ। অর্থাৎ, ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রায় একতরফা দাপট। আর সেখানেই প্রশ্ন। আইপিএলে এমনিতেই পাক-ক্রিকেটাররা খেলতে আসার অনুমতি পান না। দক্ষিণ আফ্রিকার ছটি দলেও একই অবস্থা। এবার কি ইংল্যান্ডেও নিষিদ্ধ হবেন তারা? সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।

অবশ্য ইসিবি-র প্রধান রিচার্ড গৌল্ড আশ্বাস দিচ্ছেন। তাঁর বক্তব্য, "আমরা জানি যে, বিশ্বের অন্যান্য প্রান্তে এই ঘটনা ঘটেছে। কিন্তু এখানে সেটা হবে না। শুধু ভারতের বাজার নয়, আমাদের অন্য দেশের বাজারেও নজর রাখতে হয়।" তবে ভারতীয় ক্রিকেটাররা কি খেলবেন? সেই বিষয়ে একপ্রকার আশা ছেড়েই দিচ্ছেন গৌল্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের গণ্ডি পেরিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো দাপট এখন বিশ্বের একাধিক দেশে।
  • দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে ইতিমধ্যেই দল কিনেছে ফ্র্যাঞ্চাইজিরা।
  • এবার হাত তারা বাড়িয়েছে ইংল্যান্ডের 'দ্য হান্ড্রেড' লিগে।
Advertisement