সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই চ্যাম্পিয়ন্স ট্রফির ২২ গজে নামবে টিম ইন্ডিয়া। আর তার আগেই নাকি নেট প্র্যাকটিসের সময় পা ভাঙতে বসেছিল অধিনায়ক রোহিত শর্মার! কী কাণ্ড! কার বোলিংয়ে এমন চোট পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল? ব্যাপারটা তাহলে খোলসে করে বলা যাক।
আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেল মেনে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ দুবাইতে খেলবে ভারত। তার প্রস্তুতিও চলছে জোর কদমে। আর নেটে বিরাট-রোহিতদের বল করার দায়িত্ব পেয়েছিলেন আওয়িস আহমেদ। বিশ্বের দুই মহাতারকার ব্যাটিং প্র্যাকটিসের সঙ্গী হতে পেরে খাইবার পাক্তুনখাওয়ার তরুণ বোলারের যেন স্বপ্নপূরণ হয়েছে। তাঁর দুর্দান্ত স্পেলে মুগ্ধ খোদ রোহিতও। প্রশংসায় পিঠ চাপড়ে দেন তরুণের। সেই সঙ্গে মজা করে বলেন, "ইয়র্কার মেরে তুমি তো আমার পা ভাঙারই চেষ্টা করছিলে!" রোহিত ও আওয়িসের সাক্ষাতের সেই ভিডিওই এখন সোশাল মিডিয়ার চর্চায়।
কোথা থেকে এমন মারাত্মক ইয়র্কার বোলিং শিখলেন আওয়িস? পেসার জানান, পাক তারকা শাহিন আফ্রিদির থেকেই এমন ইয়র্কার শিখেছেন। তাঁর সঙ্গে ২০২১ মরশুমের পিএসএলে লাহোর দলেও ছিলেন। যদিও সেখানে খেলার সুযোগ পাননি। এক সাক্ষাৎকারে তরুণ বোলার বিরাটদের বোলিংয়ের অভিজ্ঞতার কথা জানান। বলেন, "প্রথমে বিরাটকে বল করছিলাম। তারপর তিনি রোহিতের সঙ্গে খানিকক্ষণ কথা বললেন। রোহিত তখন বিরাটকে জিজ্ঞেস করেন, আমি কোন দিকে বল সুইং করছি। শুনতে পেলাম, বিরাট ভাই বললেন যে আমি দুদিকেই সুইং করছি। তারপর তিনি ব্যাটিংয়ে আর কোনও ভুল করেননি।" এরপর আহমেদ জানান রোহিতের প্রশংসা পেয়ে তিনি ঠিক কতখানি আপ্লুত।
বলেন, "নেট সেশনের পর রোহিত আমার প্রশংসা করেন। শাহিদ আফ্রিদি যেভাবে রোহিতকে বল করেন, আমি সেভাবেই ইয়র্কার করছিলাম। রোহিত বললেন, আমি ওঁর পায়ে টার্গেট করছিলাম। তাঁর প্রশংসা পেয়ে আত্মবিশ্বাস পেলাম।"
