shono
Advertisement
Rohit Sharma

ট্রফি নিতেই ভুলে গেলেন রোহিত! 'ভুলো মন' হিটম্যানের কাণ্ডে হাসির রোল নেটপাড়ায়

চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে কী প্রয়োজন? শব্দ ভুলে রোহিত কাজ চালালেন সেই 'ওইটা' বা 'ওহ' দিয়ে।
Published By: Arpan DasPosted: 04:21 PM Mar 10, 2025Updated: 04:21 PM Mar 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা আর ভুলে যাওয়া, এ যেন একই মুদ্রার এপিঠ ও ওপিঠ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিতেই ভুলে গেলেন ভারত অধিনায়ক। এমনকী সাংবাদিক সম্মেলনেও সেই পরিচিত 'এটা', 'ওটা' শব্দ দিয়ে কাজ চালালেন। যা দেখে হাসির রোল নেটদুনিয়ায়।

Advertisement

নিউজিল্যান্ডকে হারিয়ে ফের চ্যাম্পিয়নের শিরোপা ভারতের মাথায়। দুবাইয়ের মাঠে সেলিব্রেশনের পর সাংবাদিক সম্মেলনে গেলেন রোহিত। সামনে রাখা চ্যাম্পিয়ন্স ট্রফি। অবসর নিয়ে প্রশ্নগুলো পুল শটে মাঠের বাইরে পাঠালেন। তাঁর ফর্ম নিয়ে কম প্রশ্ন ওঠেনি। কোন মন্ত্রে সমস্ত বাধাবিপত্তি উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়? উত্তর দিতে রোহিত কিছুতেই যেন মনে করতে পারলেন ঠিক কী প্রয়োজন। ফলে কাজ চালালেন সেই 'ওহ' বা 'ওইটা' শব্দ ব্যবহার করে।

তিনি বললেন, "আমাদের জন্য এটা ওয়ানডে বিশ্বকাপ জেতার মতো। এটা জেতার মধ্যে কোথাও কমতি নেই। কতটা 'ওইটা' লাগে এইটা জেতার জন্য।" রোহিতের 'ওইটা' শব্দের প্রয়োগ খুবই জনপ্রিয়। কোনও কিছু ভুলে গেলেই সেখানে 'ওহ' বা 'ওইটা' শব্দটা দিয়ে কাজ চালান। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরও সেটাই হল।

এখানেই শেষ নয়। সাংবাদিক সম্মেলনের পর ট্রফি নিতেই ভুলে গেলেন! বক্তব্য শেষ করার পর বেমালুম উঠে চলে যাচ্ছিলেন। সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, সেটা যেন মনেই নেই। পাশে থাকা এক ব্যক্তি ট্রফিটি সঙ্গে নিয়ে রোহিতের পিছনে যান। এটা নিয়মের অংশ হতে পারে। কিন্তু ভক্তদের দাবি, রোহিত ট্রফি নিতেই ভুলে গেলেন। সব কিছু বদলে গেলেও, রোহিতের 'ওহ' আর 'ভুলো মন' যেন চিরকালীন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রোহিত শর্মা আর ভুলে যাওয়া, এ যেন একই মুদ্রার এপিঠ ও ওপিঠ।
  • এবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিতেই ভুলে গেলেন ভারত অধিনায়ক।
  • এমনকী সাংবাদিক সম্মেলনেও সেই পরিচিত 'এটা', 'ওটা' দিয়ে কাজ চালালেন। যা দেখে হাসির রোল নেটদুনিয়ায়।
Advertisement