shono
Advertisement
Rohit Sharma

টেস্ট থেকে ধোনির মতো বিদায় চেয়েছিলেন রোহিত! রাজি হয়নি বিসিসিআই, দাবি সূত্রের

গিলকে অধিনায়ক করতে আপত্তি এক নির্বাচকের!
Published By: Subhajit MandalPosted: 02:09 PM May 21, 2025Updated: 02:41 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা এবং বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার দুই মহীরুহের টেস্ট অবসর (Test Retirement) নিয়ে এখনও চর্চা চলছে। ঠিক কেন অবসর নিলেন রোহিত-বিরাটরা? অবসরের আগে ঠিক কী হয়েছিল? নতুন করে জল্পনা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়। Sky Sports সূত্রের দাবি, রোহিত শর্মা অবসরের আগে বোর্ড কর্তাদের সঙ্গে বিস্তর আলোচনা করেছিলেন। এমনকী বোর্ডের কাছে একটি অনুরোধও রেখেছিলেন। কিন্তু সেই অনুরোধ বিসিসিআই রাখেনি।

Advertisement

সূত্রের দাবি, রোহিত শর্মা (Rohit Sharma) চেয়েছিলেন ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনি যেভাবে সিরিজের মাঝপথে টেস্ট থেকে বিদায় নিয়েছিলেন, সেভাবেই অবসর নিতে। ধোনি ২০১৪ সালে বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে অবসর নিয়ে বিরাট কোহলির হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেন। রোহিতও তেমনই অবসর চেয়েছিলেন। সূত্রের দাবি, রোহিত চেয়েছিলেন ইংল্যান্ড সফরের প্রথম দুটি টেস্টে খেলতে। তারপর যদি ব্যাটে রান না আসে তাহলে সিরিজের মাঝপথে অবসর নিতে।

সূত্রের দাবি, নির্বাচকদের নিজের ইচ্ছার কথা তিনি জানিয়েও দেন। কিন্তু নির্বাচকরা সেই অনুরোধ খারিজ করে দেন। নির্বাচকদের তরফে জানিয়ে দেওয়া হয়, টেস্ট সিরিজের মাঝপথে এভাবে অবসর নেওয়া যাবে না। সেক্ষেত্রে দলের ধারাবাহিকতায় প্রভাব পড়বে। খেলতে হলে গোটা সিরিজই খেলতে হবে। বোর্ড ওই অনুরোধ খারিজ করে দেওয়ায় রোহিত সিরিজ শুরুর আগেই অবসরের কথা ঘোষণা করে দেন। রোহিতের (Rohit Sharma) পাঁচদিন বাদে অবসর নেন বিরাটও।

রোহিত-বিরাটের অবসরে ভারতের টেস্ট অধিনায়ক কে হবেন, সেটা নিয়ে বিস্তর জল্পনা ক্রিকেট মহলে। Sky Sports-এর সূত্রের দাবি, জশপ্রীত বুমরাহ নিজেকে অধিনায়কত্বের দৌড় থেকে সরিয়ে নিয়েছেন। আপাতত দৌড়ে শুভমান গিল এবং ঋষভ পন্থ। নির্বাচকরা দুজনের সঙ্গেই বেসরকারিভাবে কথা বলেছেন। তবে এখনও অধিনায়ক চূড়ান্ত হয়নি। গিল দৌড়ে এগিয়ে থাকলেও একজন নির্বাচক তাঁকে অধিনায়ক হিসাবে চাইছেন না। তাঁর যুক্তি, এখনও প্রথম একাদশে নিজের জায়গাই পাকা করতে পারেননি গিল। তাই তাঁকে আপাতত সহ-অধিনায়ক করা হোক। তবে সংখ্যাগরিষ্ঠের ভোট গিলের পক্ষেই। চলতি সপ্তাহেই ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করবে বোর্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সূত্রের দাবি, রোহিত শর্মা অবসরের আগে বোর্ড কর্তাদের সঙ্গে বিস্তর আলোচনা করেছিলেন।
  • এমনকী বোর্ডের কাছে একটি অনুরোধও রেখেছিলেন।
  • কিন্তু সেই অনুরোধ বিসিসিআই রাখেনি।
Advertisement