shono
Advertisement
Virat Kohli

'বড় হয়ে শচীন হতে চাই', স্বপ্ন দেখতেন কোহলি, কিংবদন্তির পথ ধরে নিজেই হয়ে উঠেছেন 'বিরাট'

কোহলির স্কুলজীবনের কাহিনি ফাঁস শিক্ষিকার।
Published By: Arpan DasPosted: 12:42 PM May 06, 2025Updated: 12:42 PM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় হয়ে কোন ক্রিকেটারের মতো হতে চাও? আজকের সময়ে যে কোনও শিশু-কিশোর বলবে, বিরাট-ধোনি-রোহিতের মতো। কিন্তু এই হয়তো একযুগ আগেও একটাই নাম উঠে আসত সবার মুখে। তিনি শচীন রমেশ তেণ্ডুলকর। বিরাট কোহলিও সেই স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন ক্রিকেট খেলা। ছোট থেকেই স্বপ্ন ছিল, পরবর্তী শচীন হতে হবে। সেই কথা ফাঁস করলেন কোহলির স্কুল শিক্ষিকা।

Advertisement

কোহলির অভিষেক ২০০৮ সালে। শচীন আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন ২০১৩-তে। একসঙ্গে বিশ্বকাপও জিতেছেন। ব্যাটন বদলের একটা ছবি তৈরি হয়ে গিয়েছিল একযুগ আগেই। তারপর শচীনের অনেক রেকর্ডই ভেঙেছেন কোহলি। অনেক রেকর্ড হয়তো আরও ভাঙবেন। আর কিছু নজির কোনও দিনই ভাঙতে পারবেন না। কিন্তু ছোটবেলা থেকে শচীন হওয়ার যে স্বপ্ন ছিল, সেই আশা তিনি পূরণ করেছেন 'বিরাট কোহলি' হয়েই।

কোহলির স্কুলশিক্ষিকা বিভা সচদেব বলছেন, "ছোটবেলা থেকেই ওর চোখ কথা বলত। স্কুলের সব অনুষ্ঠানে অংশগ্রহণ করত। একটা কথা ও বারবার বলত, 'ম্যাম, আমি ভারতীয় দলের পরবর্তী শচীন তেণ্ডুলকর হব'। সেটা শুনে আমরা মাঝেমধ্যে হেসে ফেলতাম। কিন্তু ওর চোখেমুখে সবসময় একটা আত্মবিশ্বাস থাকত।" অবশ্য কোহলি নিজে শচীনের সঙ্গে তাঁর তুলনা পছন্দ করেন না। তাঁর যুক্তি, শচীনকে দেখে খেলা শুরু করেছেন। টেকনিকের দিকেও শচীনের উপর কেউ নেই।

কিন্তু 'কোহলি' হয়ে ওঠার জন্য পরিশ্রম ছিল ছোটবেলা থেকেই। বিভা সচদেব বলছেন, "বিরাট পরীক্ষায় সব সময় ভালো ফল করত। মাঝে অনুশীলনের জন্য কিছু নম্বর কম পেয়েছিল। তখন ও বলত, 'অনুশীলন থেকে ফিরে আরও ভালো করে পড়াশোনা করব'। খেলা আর পড়াশোনা, দুটোতেই ও সমান দক্ষ ছিল। বিশাল ভারতী পাবলিক স্কুলের সব শিক্ষকরা ওর পাশে ছিল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোহলির অভিষেক ২০০৮ সালে। শচীন আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন ২০১৩-তে। একসঙ্গে বিশ্বকাপও জিতেছেন।
  • ব্যাটন বদলের একটা ছবি তৈরি হয়ে গিয়েছিল একযুগ আগেই। তারপর শচীনের অনেক রেকর্ডই ভেঙেছেন কোহলি।
  • অনেক রেকর্ড হয়তো আরও ভাঙবেন। আর কিছু নজির কোনও দিনই ভাঙতে পারবেন না।
Advertisement