shono
Advertisement
Jay Shah

নয়া প্রেসিডেন্ট পেল এশিয়ান ক্রিকেট কাউন্সিল, জয় শাহের ছেড়ে যাওয়া আসনে কে?

২০২১-এ এসিসির প্রেসিডেন্ট হয়েছিলেন জয় শাহ।
Published By: Arpan DasPosted: 08:12 PM Dec 06, 2024Updated: 08:12 PM Dec 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে আইসিসি চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাই করেননি আর কোনও বোর্ড কর্তা। ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে আইসিসির দায়িত্বও সামলানো শুরু করেছেন প্রাক্তন বিসিসিআই সচিব। সেই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টও ছিলেন তিনি।

Advertisement

এশিয়ায় জয় শাহর ছেড়ে যাওয়া পদে এবার বসলেন শ্রীলঙ্কার শাম্মি সিলভা। তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডেরও প্রধান। সিলভা এর আগে এসিসির আর্থিক ও বাণিজ্যিক বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। তাঁর সেই অভিজ্ঞতা এক্ষেত্রে কাজে লাগবে বলেই এসিসির বিবৃতিতে জানানো হয়েছে। তিনি জয় শাহকেও ধন্যবাদ জানিয়েছেন।

সিলভা নিজেই জানিয়েছেন, 'এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে নেতৃত্ব দেওয়া আমার কাছে বিরাট সম্মানের। ক্রিকেট এশিয়ার হৃদস্পন্দন। আমি সকল সদস্য দেশের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমার চেষ্টা থাকবে দারুণ প্রতিভা তুলে আনা। এই সুন্দর খেলার মাধ্যমে সকলকে নিয়ে আসাও আমার কাজ হবে'। সেই সঙ্গে নীচু স্তরে ক্রিকেটের উন্নতির দিকেও তিনি নজর দেবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২১-এ এসিসির প্রেসিডেন্ট হয়েছিলেন জয় শাহ। তিনি আইসিসির চেয়ারম্যান হওয়ার পর জল্পনা ছিল, পাক বোর্ডের প্রধান মহসিন নকভি আসতে পারেন এই পদে। কিন্তু এবারও হতাশ হতে হল পাকিস্তানকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে আইসিসি চেয়ারম্যান হয়েছেন জয় শাহ।
  • তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাই করেননি আর কোনও বোর্ড কর্তা।
  • ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে আইসিসির দায়িত্বও সামলানো শুরু করেছেন প্রাক্তন বিসিসিআই সচিব।
Advertisement