shono
Advertisement
Sarfaraz Khan

'খুব রাগ হয়...', সরফরাজের বঞ্চনা নিয়ে এবার সরব শশী থারুর, তোপ আগরকর-গম্ভীরদের

সরফরাজকে জাতীয় দলে সুযোগ না দেওয়ার বিষয়টি নিয়ে আগেও রাজনৈতিক নেতৃত্ব মুখ খুলেছেন।
Published By: Anwesha AdhikaryPosted: 05:30 PM Oct 29, 2025Updated: 05:30 PM Oct 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরফরাজ খানের 'বঞ্চনা' নিয়ে এবার সরব হলেন আরও এক রাজনীতিবিদ। কংগ্রেস সাংসদ শশী থারুর এবার প্রশ্ন তুললেন, ঝুড়ি ঝুড়ি রান করেও কেন জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না মুম্বইকরকে? ক্রিকেটপ্রেমী হিসাবে পরিচিত থারুরের সাফ বক্তব্য, ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের দিকে নির্বাচকদের নজর রাখা উচিত। শুধু আইপিএলের পারফরম্যান্স দেখলে চলবে না।

Advertisement

ইংল্যান্ড সফরে জায়গা হয়নি। আশা করে গিয়েছিল, অন্তত ঘরের মাঠে ডাক পাবেন সরফরাজ খান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেটা হয়নি। এমনকী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের আগে ভারতীয় এ দলেও নেই মুম্বইকর ব্যাটার। কিন্তু কেন? যে কারণ উঠে আসছে, তাতে কোচ গৌতম গম্ভীরের অতিরিক্ত পরীক্ষানিরীক্ষার দিকেই আঙুল উঠছে। অথচ, জাতীয় দলে যে টুকু সুযোগ সরফরাজ পেয়েছেন, তাতে যে তিনি ভীষণ বাজে পারফর্ম করেছেন তেমনটা নয়। চমকপ্রদ বিষয় হল, এই মুহূর্তে বিরাট কোহলি, রোহিত শর্মাদের অবসর এবং শ্রেয়স আইয়ারের লাল বলের ক্রিকেট থেকে বিরতি নেওয়ার জেরে মিডল অর্ডারে একাধিক জায়গা নড়বড়ে। তাও ভাবা হচ্ছে না সরফরাজের কথা। স্বাভাবিকভাবেই বারবার তাঁর ব্রাত্য থেকে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে।

সরফরাজকে জাতীয় দলে সুযোগ না দেওয়ার বিষয়টি নিয়ে আগেও রাজনৈতিক নেতৃত্ব মুখ খুলেছেন। কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ স্পষ্ট প্রশ্ন তুলেছিলেন, পদবি খান বলেই কি বারবার ব্রাত্য থেকে যাচ্ছেন সরফরাজ? তারকা ব্যাটারের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন আসাদউদ্দিন ওয়েইসিও। এআইএমআইএমের তরফেও বলা হয়েছে, সরফরাজকে বাদ দেওয়ার নেপথ্যে কোনও গভীর কারণ রয়েছে।

এবার 'ব্রাত্য' সরফরাজকে নিয়ে মুখ খুললেন শশী। তিরুঅনন্তপুরমের সাংসদ এক্স হ্যান্ডেলে লেখেন, 'প্রথম শ্রেণির ক্রিকেটে সরফরাজের গড় ৬৫রও বেশি। টেস্ট অভিষেকে ৫০ করেছে, ১৫০ রানের ইনিংসও খেলেছে টেস্টে। ভারতের প্রথম একাদশের বিরুদ্ধে খেলতে নেমেও সেঞ্চুরি করেছে। তা সত্ত্বেও নির্বাচকদের ভাবনায় নেই সরফরাজ, এটা দেখে সত্যিই অত্যন্ত রাগ হয়।' অজিত আগরকরদের উদ্দেশ্যে থারুরের বার্তা, ঘরোয়া ক্রিকেটে রান করাটাকে গুরুত্ব দেওয়া উচিত, কেবল আইপিএলের পারফরম্যান্স না দেখে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জাতীয় দলে যে টুকু সুযোগ সরফরাজ পেয়েছেন, তাতে যে তিনি ভীষণ বাজে পারফর্ম করেছেন তেমনটা নয়।
  • কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ স্পষ্ট প্রশ্ন তুলেছিলেন, পদবি খান বলেই কি বারবার ব্রাত্য থেকে যাচ্ছেন সরফরাজ?
  • আগরকরদের উদ্দেশ্যে থারুরের বার্তা, ঘরোয়া ক্রিকেটে রান করাটাকে গুরুত্ব দেওয়া উচিত, কেবল আইপিএলের পারফরম্যান্স না দেখে।
Advertisement