সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতেই ঘোষিত হয়েছে ইংল্যান্ড সফরে ভারতের 'এ' দল। কিন্তু আশ্চর্যের বিষয়, ১৮ জনের সেই দলে নাম নেই শ্রেয়স আইয়ারের। তাহলে কি আইপিএলের কথা ভেবে মূল দলের জন্য তাঁর নাম তোলা রইল? সূত্রের খবর, ইংল্যান্ড সফররত মূল দলেও শ্রেয়সের থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
অথচ ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে ছিলেন শ্রেয়স। জিতেছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিও। আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বোচ্চ স্কোরার ছিলেন। আইপিএলেও দাপট দেখাচ্ছেন। কিন্তু ডাক পেলেন না ভারতের 'এ' দলে। প্রথমে মনে করা হচ্ছিল, পাঞ্জাব কিংস যেহেতু আইপিএলে ভাল জায়গায় রয়েছে, তাই হয়তো 'এ' দলের বদলে একেবারে মূল দলে ডাক পাবেন তিনি। কারণ, আইপিএলের মধ্যেই চলবে 'এ' দলের ম্যাচ।
কিন্তু বোর্ডের ভাবনাচিন্তা সম্ভবত সেরকম নয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বোর্ডের এক সূত্র বলছেন, "যদি সিরিজ ভারতে হত, তাহলে শ্রেয়স হয়তো সুযোগ পেত। কিন্তু বিদেশের মাটিতে পেসের সামনে ওকে সম্ভবত সুযোগ দেওয়া হবে না। মনে হয়, লাল বলের ক্রিকেট নিয়ে ওকে এখনও পরিশ্রম করতে হবে। এটা ঠিক যে, সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে ও উন্নতি করেছে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে। কিন্তু টেস্ট ক্রিকেট আলাদা।"
তাঁর আরও বক্তব্য, "শর্ট বলের বিষয়টা যদি সরিয়ে রাখা যায়, তাহলেও ইংল্যান্ডে সুইং থাকবে, বল নড়াচড়া করবে। ফলে কোন বল ছাড়তে হবে, সেটা বোঝাও দরকারি।" ঘটনা হচ্ছে, একই যুক্তি শুভমান গিলের ক্ষেত্রেও খাটে। বল ছাড়া নিয়ে তাঁরও সমস্যা আছে। 'সেনা' দেশগুলিতে শুভমানের গড় ২৬.৩৬। অথচ তাঁকে শুধু আগেভাগে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে না। বরং অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে গিলকে। তাহলে এই 'দ্বিচারিতা' কেন? উঠছে প্রশ্ন।
