সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভয়ংকর চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। মনে করা হয়েছিল অন্তত তিনমাস সময় লাগবে মাঠে ফিরতে। কিন্তু দু’মাসের মধ্যেই ফিট হয়ে গিয়েছেন শ্রেয়স আইয়ার। আর সব ঠিক থাকলে ৬ জানুয়ারি কামব্যাক হতে চলেছে ভারতের তারকা ব্যাটারের। এবার দেখা যাক, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাঁকে দলে রাখা হয় কি না?
চোটের জন্য বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে ছিলেন তিনি। সেখানেই দ্রুত হয়ে ফিট হয়ে উঠেছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চোট সারিয়ে শুক্রবার মাঠে নেমেছিলেন তিনি। যাকে বলা হয় রিটার্ন টু প্লে ম্যাচ সিমুলেশন। সেই ৫০ ওভারের ম্যাচে খেলেছেন শ্রেয়স। তবে আরও একটি ম্যাচ খেলতে হবে তাঁকে। ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে নামতে চলেছেন তিনি। সেই ম্যাচে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। সেই ম্যাচেও যদি কোনও চোট-আঘাত ছাড়া শ্রেয়স খেলতে পারেন, তবে তাঁকে আন্তর্জাতিক ম্যাচের জন্য ফিট ঘোষণা করা হবে।
এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা হবে শনিবারই। ফলে পুরো 'ফিট' না হলে কি তাঁকে দলে নেওয়া হবে? ১১ জানুয়ারি থেকে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ। একটা সম্ভাবনা হচ্ছে, শ্রেয়সকে রেখেই দল ঘোষণা করা হতে পারে। যাতে তিনি ফিট হলে ম্যাচ খেলতে পারেন। কারণ এরপর ভারতের ওয়ানডে ম্যাচ জুলাই মাসে। শ্রেয়সকে বর্তমানে ওয়ানডে ম্যাচের জন্যই ধরা হয়। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে না খেলতে পারলে এরপর শ্রেয়সকে দেখা যাবে একেবারে আইপিএলে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে প্লীহায় ভয়ানক চোট পেয়েছিলেন শ্রেয়স। বেশ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে অস্ট্রেলিয়ার হাসপাতালে ভর্তি করতে হয়। দিনতিনেক পরে হাসপাতাল থেকে ছাড়া পান। বোর্ডের মেডিক্যাল টিম তৎপরতা না দেখালে, তাঁর জীবন সংশয় হতে পারত। দেশে ফিরে রিহ্যাব শুরু করেন। যান বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে। ডিসেম্বরের শেষেই নেটে ব্যাটিং শুরু করেছিলেন। তবে প্লীহার ভয়ংকর চোটের জন্য মাত্র একমাসে ছ’কেজি ওজন কমে গিয়েছে শ্রেয়সের। ফলে কমেছে তাঁর শক্তিও। যদিও এখন জানা যাচ্ছে, সমস্ত বাধাবিপত্তি কাটিয়ে কামব্যাকের জন্য তৈরি শ্রেয়স।
