সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের স্বার্থ ভুলে ব্যক্তিগত মাইলস্টোনের পিছনে ছুটছেন ভারতীয় ক্রিকেটাররা! লর্ডস টেস্ট চলাকালীনই মাথাচাড়া দিয়েছে এই বিতর্ক। শেষ পর্যন্ত ম্যাচ হারে ভারত। তারপরেই এই ইস্যুতে মুখ খুলেছেন শুভমান গিল (Shubman Gill)। ভারত অধিনায়কের মন্তব্যে বিতর্ক আরও বেড়েছে। দলকে কতটা গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা, সেই নিয়ে প্রশ্নও আরও বাড়ছে।
ঘটনার সূত্রপাত ভারতের প্রথম ইনিংসের ব্যাটিং চলাকালীন। ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন কেএল রাহুল এবং ঋষভ পন্থ। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগের বলেই বিপজ্জনক সিঙ্গেল নিতে গিয়ে পন্থ আউট হয়ে যান। সেই সময়ে সেঞ্চুরির একেবারে দোরগোড়ায় ছিলেন রাহুল। পরে সেঞ্চুরি পূরণ করেন তিনি। দিনের খেলার শেষে সাংবাদিক সম্মেলনে এসে বলেন, "“পন্থ হয়তো স্ট্রাইক রোটেট করতে চেয়েছিল। ওর চেষ্টা ছিল আমাকে স্ট্রাইক ফিরিয়ে দেওয়ার। কিন্তু দুর্ভাগ্যবশত ও রানআউট হয়ে গিয়েছিল।"
এখানেই শেষ নয়, পন্থের আউটের নেপথ্যে নিজের ভূমিকাও স্বীকার করে নিয়েছিলেন রাহুল। সাংবাদিক সম্মেলনে তিনি রাহুল বলেন, “পন্থকে বলেছিলাম, সম্ভব হলে লাঞ্চের আগে সেঞ্চুরি করার চেষ্টা করব। লাঞ্চের আগের ওভারে বল করতে আসেন শোয়েব বশির। মনে হয়েছিল এটাই সেঞ্চুরি করার দারুণ সুযোগ।" টিম ইন্ডিয়ার ওপেনারের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট ক্রিকেটমহলের একাংশ। সেঞ্চুরি পূর্ণ করার জন্য যেভাবে পন্থকে 'নির্দেশ' দিয়েছেন রাহুল, তা মোটেই দলের স্বার্থে ভালো নয়। লর্ডস টেস্টেই ৯৯ রানে নটআউট থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন জো রুট। কিন্তু রাহুল কেন লাঞ্চের সময়টুকু অপেক্ষা করতে পারলেন না, উঠেছিল সেই প্রশ্ন।
লর্ডস টেস্টে হারের পর সাংবাদিক সম্মেলনে শুভমানকেও এই প্রশ্ন করা হয়। ভারত অধিনায়ক স্পষ্ট বলেন, "ঋষভের রান আউটটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। একটা সময়ে মনে হয়েছিল যে প্রথম ইনিংসে ৫০-১০০রানের লিড নেব। কারণ পঞ্চম দিনে ব্যাট করা মোটেই সহজ নয়। ওই সময়ে রান নিতে যাওয়াটা একেবারেই ভুল সিদ্ধান্ত। লাঞ্চের আগে সেঞ্চুরি করতে চেয়ে কে এল নিশ্চই ঋষভের সঙ্গে কথা বলেছিল।" তবে গোটা বিষয়টিকে ব্যক্তিগত মাইলস্টোনের পিছনে ছোটা বলে মনে করছেন না শুভমান। তাঁর মতে, রানের কল ছিল পন্থের, ডেঞ্জার এন্ডে ছিলেন রাহুল। যেকোনও পরিস্থিতিতে এভাবে রানআউট হতে পারে। তবে শুভমানের সাফাই সত্ত্বেও বিতর্ক থামবে কি?
