স্টাফ রিপোর্টার: শনিবার থেকে ফের শুরু হল আইপিএল। তবে কোটি টাকার ক্রিকেট লিগের অষ্টাদশ সংস্করণের নকআউট পর্ব কোথায় হবে, তা এখনও ঘোষণা করেনি ভারতীয় বোর্ড। নিয়ম অনুযায়ী, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ইডেনে হওয়ার কথা। তবে এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, ফাইনাল কলকাতায় না হওয়ায় সম্ভাবনাই বেশি।
প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য এখনও আশাবাদী, আইপিএল ফাইনাল হবে কলকাতাতেই! শোনা যাচ্ছে, ব্যক্তিগতভাবে তিনি উদ্যোগী হয়েছেন ফাইনাল ইডেনে আনার জন্য। তা নিয়ে বোর্ড কর্তাদের সঙ্গে ইতিমধ্যে আলোচনাও সেরেছেন তিনি। শনিবার শহরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌরভ বলে গেলেন, "চেষ্টা চলছে ইডেনে ফাইনাল করার। অত সহজে সরিয়ে দেওয়া যায়!" আইপিএলের এই দফার সূচিতে নাম নেই ইডেনের। তবে সেটা কেকেআরের হোম ম্যাচ শেষ হয়ে যাওয়ার জন্যই, মনে করছেন সৌরভ। "এখন তো আর কেকেআরের হোম ম্যাচ বাকি নেই। কলকাতা নিজেদের সব হোম ম্যাচ খেলে ফেলেছে। শেষ ম্যাচটা ৭ মে হয়েছে। তাই বোর্ডের দেওয়া সূচিতে ইডেনের নাম নেই। কেকেআরের হোম ম্যাচ বাকি থাকলে ইডেনের নামও থাকত," বলছিলেন মহারাজ, "ফলে সেটা নিয়ে আলোচনার কিছু নেই। কিন্তু প্লে অফ তো ইডেনেরই ম্যাচ। ফাইনাল ইডেনে হবে, আমি আশাবাদী। ভীষণভাবে আশাবাদী। ফাইনাল ও প্লে অফ দু'টো ম্যাচ নিয়েই।"
ফাইনাল কলকাতায় করার দাবিতে ইতিমধ্যে বোর্ডের বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে ইডেনের বাইরে। এমন কিছু করে কলকাতায় ফাইনাল আনা যাবে না বলেই মনে করছেন সৌরভ। ভরসা রাখছেন বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনার উপরই। "বিক্ষোভ-মিছিল করে কিছু হবে না। কথা চলছে বিসিসিআইয়ের সঙ্গে। সিএবি-র সঙ্গে বিসিসিআইয়ের সম্পর্ক খুবই ভালো। সবই ঠিক হয়ে যাবে," বলে দিয়েছেন তিনি।
আইপিএল ফাইনাল কলকাতায় হওয়া নিয়ে যতটা আশাবাদী সৌরভ, ততটাই অবাক হয়েছেন রোহিত শর্মা আর বিরাট কোহলির টেস্ট অবসরের ঘোষণায়। তাঁর কথায়, "খেলা ছাড়াটা ব্যক্তিগত সিদ্ধান্ত। নিজের ইচ্ছায় ওরা খেলা ছেড়েছে। দু'জনেরই অসাধারণ কেরিয়ার। অবাক হয়েছি এমন সিদ্ধান্তে।" রোহিত সরে দাঁড়ানোয় নতুন ক্যাপ্টেনের নেতৃত্বে আসন্ন ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। সম্ভাব্য ক্যাপ্টেনের তালিকায় জসপ্রীত বুমরাহর সঙ্গে আছেন শুভমান গিলও। সৌরভ মনে করছেন, নির্বাচকরা বেছে নেবেন রোহিতের যোগ্য উত্তরসূরি। "নির্বাচকরা সবদিক ভেবেই সিদ্ধান্ত নেবেন। ওঁরা যেটা ভালো বুঝবেন, করবেন। অনেক কিছু বিবেচনা করতে হবে। সুবিধা, অসুবিধা। কাকে দীর্ঘমেয়াদি ভাবে রাখা যাবে। বুমরার চোটও একটা ফ্যাক্টর। সব কিছু মিলিয়েই ওঁরা সিদ্ধান্ত নেবেন," মত প্রাক্তন ভারত অধিনায়কের।
