shono
Advertisement
WTC Final

WTC ফাইনালে অজিদের বিরুদ্ধে দল ঘোষণা প্রোটিয়াদের, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে চ্যাম্পিয়ন কে?

ফাইনালে ভারতকে 'মিস' করছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
Published By: Arpan DasPosted: 06:49 PM Jun 10, 2025Updated: 06:49 PM Jun 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রায় ২৪ ঘণ্টা আগে দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা। বুধবার থেকে লর্ডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্রোটিয়ারা। তার আগে টেম্বা বাভুমা যে দল ঘোষণা করলেন, তাতে তেমন কোনও চমক নেই। যদিও ফাইনালের আগে উঠছে অন্য প্রশ্ন। যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে চ্যাম্পিয়ন হবে কোন দল?

Advertisement

দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটিতে থাকবেন রায়ান রিকেলটন ও বাভুমা। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিন নম্বরে খেলবেন উইয়ান মুল্ডার। যাঁকে নিয়ে বাভুমা বলছেন, "মুল্ডার তরুণ প্রতিভা। কিন্তু গত দু'বছরে ও লাল বলের ক্রিকেটে উন্নতি করেছে। আমরা ওকে আত্মবিশ্বাস দিতে চাই। যাতে ও নিজের সেরাটা দিতে পারে।" স্পিনবিভাগের দায়িত্বে আছেন কেশব মহারাজ। পেস অ্যাটাকে কাগিসো রাবাডা, মার্কো জানসেন, লুঙ্গি এনগিডি।

দক্ষিণ আফ্রিকা প্রথমবার WTC ফাইনালে উঠেছে। অন্যদিকে অস্ট্রেলিয়া গতবারের চ্যাম্পিয়ন। ফাইনালে তারা হারিয়েছিল ভারতকে। অজি অধিনায়ক প্যাট কামিন্স কিন্তু ফাইনাল ভারতকে 'মিস' করছেন। তিনি বলেন, "আমরা আশা করেছিলাম ভারত থাকবে। ইংল্যান্ড ঘরের মাঠে ভালো দল। নিউজিল্যান্ডও ফাইনালে থাকে। এবার দক্ষিণ আফ্রিকা সেটা করেছে। তবে অস্ট্রেলিয়া-ভারত ফাইনালের বদলে এবার অন্য কিছু দেখা যাবে।"

লর্ডসের ব্যালকনিতে বাভুমা ও কামিন্স একসঙ্গে ছবিও তুলেছেন। কিন্তু সব আয়োজন বৃষ্টিতে ভেস্তে যাবে না তো? ১১ থেকে ১৫ জুন আকাশ মেঘলা থাকবে। দ্বিতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১৬ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায় বা ম্যাচ ড্র হয়ে যায়, তাহলে যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে। 

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), আইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরিন, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রায় ২৪ ঘণ্টা আগে দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা।
  • বুধবার থেকে লর্ডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্রোটিয়ারা।
  • তার আগে টেম্বা বাভুমা যে দল ঘোষণা করলেন, তাতে তেমন কোনও চমক নেই।
Advertisement