shono
Advertisement
IPL 2025

বিসিসিআইয়ের চাপ, আইপিএল নিয়ে সুর নরম দক্ষিণ আফ্রিকার, ফিরতে পারেন রাবাডারা

অধিকাংশ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে সম্ভবত পেয়ে যাবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি।
Published By: Subhajit MandalPosted: 10:44 AM May 15, 2025Updated: 10:58 AM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল নিয়ে কিছুটা সুর নরম করল দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত না হলেও অন্তত কোয়ালিফায়ার পর্যন্ত অধিকাংশ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে সম্ভবত পেয়ে যাবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি শুরুর দিনক্ষণ পিছিয়ে দিল প্রোটিয়ারা।

Advertisement

প্রায় ৯ দিন বন্ধ থেকে ১৭ মে থেকে শুরু হতে চলেছে আইপিএল। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তৈরি বিসিসিআইও। কিন্তু দ্বিতীয় দফার আইপিএলে বেশ কিছু বিদেশি ক্রিকেটারকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলি। মূল সমস্যা দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নিয়ে। এই দুটি দলই এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলছে। অস্ট্রেলিয়া যেখানে ক্রিকেটারদের আইপিএলের ফাইনাল পর্যন্ত খেলাটা ঐচ্ছিক করে দিয়েছে, সেখানে দক্ষিণ আফ্রিকা আরও কড়া অবস্থান নিয়েছিল।

১১ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দক্ষিণ আফ্রিকার বোর্ড স্পষ্টই বলে দিয়েছিল আইপিএলে রয়েছেন এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে সুযোগ পেয়েছেন এমন ক্রিকেটারদের ২৬ মে'র মধ্যে আইপিএল থেকে ছুটি নিয়ে নিতে হবে। ৩০ মে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করবে তাঁরা। সেটা হলে প্রোটিয়া তারকাদের গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পরই ফিরে যেতে হত। কিন্তু বিসিসিআই হাল ছাড়েনি। ক্রিকেট সাউথ আফ্রিকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন বোর্ড কর্তারা। দীর্ঘ আলোচনার পর সুর কিছুটা নরম করছে প্রোটিয়া বোর্ড।

সূত্রের খবর, সিএসএ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অনুশীলন শুরুর দিন পিছিয়ে ৩ জুন করছে। ঘটনাচক্রে সেদিনই আইপিএল ফাইনাল। অর্থাৎ আইপিএল ফাইনালের আগের দিন পর্যন্ত ক্রিকেটাররা ভারতে থাকতেই পারবেন। সেক্ষেত্রে কোয়ালিফায়ার পর্যন্ত প্রোটিয়া ক্রিকেটারদের পেয়ে যাবে ফ্র্যাঞ্চাইজিগুলি। যদিও সরকারিভাবে সে কথা এখনও ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা বোর্ড। তবে বিসিসিআই এখনও কথা বলছে সিএসএ কর্তাদের সঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএল নিয়ে কিছুটা সুর নরম করল দক্ষিণ আফ্রিকা।
  • টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত না হলেও অন্তত কোয়ালিফায়ার পর্যন্ত অধিকাংশ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে সম্ভবত পেয়ে যাবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি শুরুর দিনক্ষণ পিছিয়ে দিল প্রোটিয়ারা।
Advertisement