shono
Advertisement
T20 World Cup

ভারতের বিশ্বজয়ী কোচকে নিয়োগ করল শ্রীলঙ্কা, লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়

ইতিমধ্যেই তারা ফিল্ডিং কোচ হিসাবে নিয়োগ করেছে শ্রীধরকে।
Published By: Prasenjit DuttaPosted: 07:07 PM Jan 08, 2026Updated: 07:10 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় তারা ছিল বিশ্বচ্যাম্পিয়ন। ক্রিকেট বিশ্ব পরখ করেছিল তাদের দাপট। যদিও সেই সব আজ অতীত। সেই অতীত গৌরব ফিরে পেতে মরিয়া তারা। সেই লক্ষ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে 'মাস্টারস্ট্রোক' শ্রীলঙ্কার। দাসুন শানাকাদের ব্যাটিং পরামর্শদাতা হিসাবে এবার দেখা যাবে টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে। 

Advertisement

বিশ্বকাপের কথা মাথায় রেখে শ্রীলঙ্কা তাদের কোচিং স্টাফে অনেক পরিবর্তন এনেছে। ইতিমধ্যেই তারা ফিল্ডিং কোচ হিসাবে নিয়োগ করেছে শ্রীধরকে। আর এবার যুক্ত হলেন আরেক ভারতীয়, বিক্রম রাঠোর। ভারতের সঙ্গে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কাও। ঘরের মাঠে বিশ্বকাপে যাতে তারা ভালো ফলাফল করতে পারে, সেই লক্ষ্যেই ভারতীয়দের হাত ধরেছে দ্বীপরাষ্ট্রটি।

১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। সেই সময় হেডকোচ রাহুল দ্রাবিড়ের সহকারী হিসাবে কাজ করেছিলেন রাঠোর। ছিলেন ব্যাটিং কোচ। তাঁর অভিজ্ঞতা শ্রীলঙ্কা দলের জন্য সম্পদ হতে পারে বলে মনে করেছে ওয়াকিবহাল মহল। কবে থেকে দায়িত্ব গ্রহণ করবেন তিনি? জানা গিয়েছে, ১৫ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার দায়িত্ব নেবেন তিনি।

২০১৯ সালের সেপ্টেম্বর টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হিসাবে যোগ দিয়েছিলেন তিনি। এরপর তাঁকে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসাবেও দেখা গিয়েছিল। ২০২৫ সালের আইপিএলে তিনি রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ হন। সেই রাঠোরকে নিয়োগ করে শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, 'শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শদাতা হিসাবে ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে নিয়োগ করা হল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি আমাদের দলের সঙ্গে থাকবেন।' উল্লেখ্য, দেশের হয়ে ৬টি টেস্ট ম্যাচ এবং ৭টি ওয়ানডে খেলেন রাঠোর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অতীত গৌরব ফিরে পেতে মরিয়া তারা।
  • সেই লক্ষ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে 'মাস্টারস্ট্রোক' শ্রীলঙ্কার।
  • দাসুন শানাকাদের ব্যাটিং পরামর্শদাতা হিসাবে এবার দেখা যাবে টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে। 
Advertisement