shono
Advertisement
Sunil Gavaskar

নাম ও ছবির অপব্যবহার! প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে ঐতিহাসিক 'সুরক্ষা' পেলেন গাভাসকর

এর আগে এই সুরক্ষা পেয়েছেন অমিতাভ বচ্চন, সলমন খানদের মতো সেলিব্রিটিরা।
Published By: Subhajit MandalPosted: 08:58 PM Dec 23, 2025Updated: 08:58 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে পার্সোনালিটি ও পাবলিসিটি রাইটস সুরক্ষিত করলেন সুনীল গাভাসকর। সদ্য দিল্লি হাই কোর্ট গাভাসকরকে তাঁর ব্যক্তিত্ব সুরক্ষার অধিকার দিয়েছে। যার অর্থ, এবার থেকে আর কেউ লিটল মাস্টারের নাম, ছবি, ভিডিও বা অন্য কোনও ডিজিটাল স্বত্ত্বা তাঁর অনুমতি ব্যতীত ব্যবসার কাজে ব্যবহার করতে পারবে না। এমন কিছু করলে, সেটা আইনত অপরাধ হিসাবে গণ্য হবে।

Advertisement

মঙ্গলবার দিল্লি হাই কোর্ট জানিয়েছে, সুনীল গাভাসকরের নাম ও ছবি ব্যবহার করে অনুমতি ব্যতীত যে আপত্তিকর পোস্ট করা হয়েছে সেগুলো আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। যদি কোনও ব্যক্তি সেগুলি না সরায় তাহলে সোশাল মিডিয়া প্লাটফর্মগুলিকে পোস্টগুলি সরাতে হবে। এর পরই আদালত জানিয়ে দেয়, গাভাসকর পাবলিসিটি রাইটস সুরক্ষিত করতে পারবেন। এই পাবলিসিটি রাইটসের অর্থ, গাভাসকর অনুমতি না দিলে কেউ ব্যবসায়ীক কাজে তাঁর নাম, ছবি, ভিডিও ব্যবহার করতে পারবেন না। প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে এই অধিকার পেলেন তিনি।

কিছুদিন আগে লিটল মাস্টার আদালতে অভিযোগ করেছিলেন, সোশাল মিডিয়ায় তাঁর নাম-ছবি ও ভিডিও-র দেদার অপব্যবহার হচ্ছে। অনুমতি ছাড়াই ব্যবসায়ীক কাজেও সেগুলি ব্যবহার করা হচ্ছে। যা তাঁর সুনাম নষ্ট করছে। সেই আবেদনের প্রেক্ষিতেই পাবলিসিটি রাইটস সুরক্ষা পেলেন কিংবদন্তি ক্রিকেটার।

এর আগে একাধিক অভিনেতা এই অধিকার পেয়েছেন। তাঁদের মধ্যে অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, সলমন খান, হৃত্বিক রোশন, আর মাধবনের নাম রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে পার্সোনালিটি ও পাবলিসিটি রাইটস সুরক্ষিত করলেন সুনীল গাভাসকর।
  • সদ্য দিল্লি হাই কোর্ট গাভাসকরকে তাঁর ব্যক্তিত্ব সুরক্ষার অধিকার দিয়েছে।
  • যার অর্থ, এবার থেকে আর কেউ লিটল মাস্টারের নাম, ছবি, ভিডিও বা অন্য কোনও ডিজিটাল স্বত্ত্বা তাঁর অনুমতি ব্যতীত ব্যবসার কাজে ব্যবহার করতে পারবে না।
Advertisement