সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ে ফিরল বাংলা। মেঘালয়কে ৬ উইকেটে উড়িয়ে দিলেন সুদীপ কুমার ঘরামিরা। প্রথমে মেঘালয়কে অল্প রানেই আটকে দেন বাংলার বোলাররা। তার পর ব্যাট হাতে আগুন ছোটালেন অভিষেক পোড়েল, করণ লালরা। যার ফলে ৪৯ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় বাংলা।
এদিন রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মেঘালয়ের অধিনায়ক আকাশ চৌধুরী। শুরুর দিকে উইকেট না তুলতে পারলেও রানের গতি বাড়তে দেননি বাংলার বোলাররা। মেঘালয়ের প্রথম উইকেট পড়ে ৬৩ রানের মাথায়। প্রয়াস রায়বর্মণের বলে বোল্ড হয়ে ফিরে যান অর্পিত ভাটেওয়ারা। ওই ওভারেই প্রয়াস ফিরিয়ে দেন আরিয়েন সাংমাকে। সায়ন ঘোষও দুটি উইকেট তোলেন। এদিন নজর ছিল মহম্মদ শামির দিকে। তিনি যদিও উইকেট পাননি। তবে ৪ ওভারে দিলেন মাত্র ১৬ রান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে মেঘালয়ের ইনিংস থেমে যায় ১২৭ রানে।
জবাবে ঝড় তুলে দেন বাংলার দুই ওপেনার অভিষেক পোড়েল ও করণ লাল। মিজোরামের বিরুদ্ধেও দুজনে জুটি বেঁধে বাংলাকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। এদিনও তার ব্যতিক্রম হল না। ১৬ বলে ৪২ রান করেন করণ লাল। মারেন ৬টি চার ও ২টি ছয়। অন্যদিকে ৩১ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন অভিষেক পোড়েল। তিনি ৯টি চারের সঙ্গে হাঁকান ২টি ছয়ও। দুজনে মিলে ৬ ওভারের মধ্যে ৬০ রানে পৌঁছে দেন বাংলাকে। কিন্তু পর পর করণ, শাকির গান্ধী, রনজ্যোৎ সিং ও সুদীপের উইকেট হারিয়ে আচমকাই চাপে পড়ে যায় তারা। সেখান থেকে বাংলাকে জয়ে পৌঁছে দেন অভিষেক ও ঋত্বিক। ১৮ বলে ২৫ রানে অপরাজিত থাকেন সুদীপও। ৪৯ বল বাকি থাকতেই বাংলা জেতে ৪ উইকেটে।
এই জয়ের দলে ৫ ম্যাচে বাংলার পয়েন্ট দাঁড়াল ১৬। এলিট এ গ্রুপে আছে তৃতীয় স্থানে। সমসংখ্যক পয়েন্ট নিয়ে রান রেটের বিচারে রাজস্থান ও মধ্যপ্রদেশ প্রথম ও দ্বিতীয় স্থানে আছে। তবে একটি করে ম্যাচ কম খেলেছে দুটি দলই।