সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সফরটা ভারতীয় কোচ গৌতম গম্ভীরের কাছে অ্যাসিড টেস্ট হতে চলেছে। রোহিত শর্মা, বিরাট কোহলির টেস্ট থেকে অবসরের পর ভারতীয় ক্রিকেটে বলাবলি চলছে-এরকম একটা কঠিন সফরে ট্রানজিশন পর্বের শুরু না হলেই ভালো হত। গম্ভীর নিজে জানেন এই সিরিজে ব্যর্থ হলে তাঁকেও সমালোচনার মুখে পড়তে হবে। ২০ জুন প্রথম টেস্ট। তার আগে শুভমান গিলরা প্রস্তুতি সারছেন। একটা ইনট্রা স্কোয়াড ম্যাচও রাখা হয়েছে। টিম কম্বিনেশন কী হবে, তা নিয়েও বিস্তর চর্চা চলছে।
শার্দূল ঠাকুর অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়েছিলেন। ইংল্যান্ড সিরিজের জন্য তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। বলা হচ্ছে, ইংল্যান্ডের কন্ডিশনে শার্দূলের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। লোয়ার অর্ডারে শার্দূল রানও করে দিতে পারবেন। তবে শার্দূল না নীতীশ রেড্ডি, সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও প্রথম টেস্টের আগে সপ্তাহ খানেক বাকি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে, যাবতীয় যা কম্বিনেশন আগেই ঠিক করে নিতে। বোলিং কোচ মর্নি মর্কেল বলছিলেন, "রেড্ডি বেশ স্কিলফুল বোলার। বেশ কিছু ম্যাজিক্যাল ডেলিভারি করতে পারে। আরও ধারাবাহিক হতে হবে ওকে। সেটা নিয়ে আমাদের আরও খাটাখাটনি করতে হবে। ওর সঙ্গে আমার কথা হয়েছে। রেড্ডি ব্যাটিংয়ে কী করতে পারে, সেটা আমরা দেখেছি। তবে টিমের জন্য ওকে আরও বেশি বোলিং করতে হবে। কারণ ইংল্যান্ডে যে ধরণের কন্ডিশন, তাতে ও আরও বেশি বোলিং করতে পারলে বৈচিত্র্য আরও বেড়ে যাবে। টিমের জন্যও সেটা দারুণ হবে।"
জশপ্রীত বুমরাহ চোট সারিয়ে আইপিএলে ফিরেছিলেন। তাঁকে হয়তো পাঁচটা টেস্টের সবগুলোতে খেলানো হবে না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হতে পারে। বুমরাহকে কোন কোন টেস্টে খেলানো হবে, এখনও ঠিক করে উঠতে পারেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মর্কেলের কথায়, "সিরিজের জন্য কীভাবে প্রস্তুত হতে হবে, সেটা বুমরাহ খুব ভালো করেই জানে। ওকে নতুন করে বলার কিছু নেই। বুমরাহ যেরকম শেপে রয়েছে, সেটা দেখে আমি খুশি। খুব ভালো মোমেন্টামে রয়েছে। নেটে দারুণ বোলিং করছে।"
