shono
Advertisement
Team India

প্রস্তুতি ম্যাচ ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া! অতীত থেকে শিক্ষা নিচ্ছেন না কোহলিরা?

২০ জুন থেকে শুরু হবে এই টেস্ট সিরিজ।
Published By: Prasenjit DuttaPosted: 07:00 PM Apr 04, 2025Updated: 07:00 PM Apr 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের পরে ভারত যাবে ইংল্যান্ডে। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ২০ জুন থেকে শুরু হবে এই টেস্ট সিরিজ। এর আগে কি প্রস্তুতি ম্যাচে খেলতে দেখা যাবে বিরাট-বুমরাহদের? আইপিএলের মাঝেই জানা গেল এর উত্তর। জানা গিয়েছে, ব্রিটিশদের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে কোনও কাউন্টি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে না ভারত।

Advertisement

প্রশ্ন হল, তাহলে কি টিম ইন্ডিয়া কোনও প্রস্তুতি ম্যাচ ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে নেমে পড়বে? উত্তর হল, হ্যাঁ, ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে। কিন্তু সেটা ভারত 'এ' দলের বিরুদ্ধে। যদিও এক্ষেত্রে একটা শর্ত বেঁধে দেওয়া হয়েছে। ওই ম্যাচের কোনও সম্প্রচার হবে না। ম্যাচটি হবে ক্লোজড ডোর। পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেল শুরু হবে এই টেস্ট সিরিজ থেকেই। সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াকিবহাল মহলের ধারণা, ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বিরাট কোহলিদের আরও প্রস্তুতি ম্যাচের দরকার ছিল। একটা প্রস্তুতি ম্যাচ খেলে বিরাটরা কতটা সফল হতে পারবেন, সেই ব্যাপারে প্রশ্ন থেকেই যাচ্ছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-৩ ব্যবধানে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতকে। তাই নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলে ভারত চাইবে পুরনো ব্যর্থতা ভুলে যেতে। কিন্তু মাত্র একটা প্রস্তুতি ম্যাচ খেলে কতটা সেই সাফল্য পাওয়া সম্ভব, তা নিয়েও প্রশ্ন উঠে গেল।

এদিকে লাল বলের ক্রিকেটে রোহিত শর্মার সাম্প্রতিক ফর্ম জঘন্য। শেষ ১০ টেস্টে তাঁর সংগ্রহ মাত্র ১৬৪ রান। ফর্ম এতটাই খারাপ যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির একটি ম্যাচে রোহিত নিজেকেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। স্বাভাবিকভাবেই ফের তাঁর হাতে নেতৃত্ব দেওয়া হবে কিনা সেটা নিয়ে বোর্ডের অন্দরে বিস্তর দ্বিমত ছিল। এহেন পরিস্থিতিতে শোনা যায়, রোহিত নিজেই নাকি ইংল্যান্ড সিরিজ থেকে সরে দাঁড়াতে চাইছেন। জানা গিয়েছিল, ২৯ মার্চ গুয়াহাটিতে বিসিসিআইয়ের বৈঠকে ঠিক হবে রোহিতের ভবিষ্যৎ। যদিও সেই বৈঠক ভেস্তে যাওয়ায় রোহিতের ভবিষ্যৎ এখনও ঝুলে রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০ জুন থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ।
  • সেই সিরিজের আগে কি প্রস্তুতি ম্যাচে খেলতে দেখা যাবে বিরাট-বুমরাহদের?
  • ব্রিটিশদের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে কোনও কাউন্টি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে না ভারত।
Advertisement