shono
Advertisement
Team India

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা ভারতের, ১৪ মাস পর ফিরলেন শামি

শামির দলে ফেরা ছাড়া টি-২০ দলে বিশেষ চমক নেই। যথারীতি অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে।
Published By: Subhajit MandalPosted: 08:39 PM Jan 11, 2025Updated: 09:02 PM Jan 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। ১৪ মাস বাদে ভারতীয় দলে প্রত্যাবর্তন হল মহম্মদ শামির। তবে শামির প্রত্যাবর্তন ছাড়া দলে বড় কোনও চমক নেই।

Advertisement

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শেষবার ভারতের জার্সিতে খেলেছেন শামি। তারপর চোট সারিয়ে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। কিন্তু জাতীয় দলের দরজা খোলেনি। বরং হাঁটু ফুলে যাওয়ার কারণে শামিকে এনসিএতে পাঠিয়ে দেওয়া হয়েছে রিহ্যাব করতে। একটা সময় শোনা যাচ্ছিল, বর্ডার-গাভাসকর ট্রফিতে শেষদিকে খেলানো হতে পারে বঙ্গ পেসারকে। কিন্তু এনসিএ ফিট সার্টিফিকেট না দেওয়ায় সেটা সম্ভব হয়নি। অবশেষে শনিবারই এনসিএ থেকে শামিকে পুরোপুরি ফিট ঘোষণা করা হয়েছে। তারপরই তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ দলে রাখা হল। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে অনেকদিন থেকেই ব্রাত্য ছিলেন শামি। তবে নির্বাচকরা সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁকে বেশি করে ম্যাচ প্র্যাকটিস দিতে চাইছেন।

শামির দলে ফেরা ছাড়া টি-২০ দলে বিশেষ চমক নেই। যথারীতি অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। তবে দলের সহ-অধিনায়ক করা হয়েছে অক্ষর প্যাটেলকে। ১৫ সদস্যের দলে রাখা হয়েছে ৪ স্পিনার। এবং ৩ পেসারকে। আগামী ২২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

১৫ সদস্যের ভারতীয় দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই।
  • দেড় বছর বাদে ভারতীয় দলে প্রত্যাবর্তন হল মহম্মদ শামির।
Advertisement