shono
Advertisement
IPL 2025

নতুন রূপে অভিযান শুরু, নেতা অক্ষরের দাপটে অধরা আইপিএল আসবে দিল্লি দরবারে?

সবমিলিয়ে মাত্র পাঁচবার প্লে অফে গিয়েছে দিল্লি।
Published By: Anwesha AdhikaryPosted: 12:33 AM Mar 20, 2025Updated: 01:03 PM Mar 20, 2025

আইপিএলের (IPL 2025) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ২২ মার্চ থেকে শুরু কোটি টাকার লিগ। মহা নিলামের পর কেমন হল কোন দল? কারা বেশি শক্তিশালী? একনজরে সব ফ্র্যাঞ্চাইজির শক্তি বা দুর্বলতা? আজ দিল্লি ক্যাপিটালস

Advertisement

১৮ বছর ধরে আইপিএল খেলেও সাফল্য আসেনি দিল্লি শিবিরে। ২০২০ সালে একবার মাত্র ফাইনালে উঠেছিল রাজধানীর দল। খেতাবি লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে আত্মসমর্পণ করে তারা। সবমিলিয়ে মাত্র পাঁচবার প্লে অফে গিয়েছে দিল্লি। তাই এবার ট্রফি জয়ের যুদ্ধে নামার আগে একেবারে খোলনলচে বদলে গিয়েছে দলের। অক্ষর প্যাটেলকে নেতৃত্বে আনার পাশাপাশি ঢেলে সাজানো হয়েছে টিম ম্যানেজমেন্টকেও। এবার কি ট্রফি আসবে দিল্লি-দরবারে?

স্কোয়াড: কেএল রাহুল, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, করুণ নায়ার, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), কুলদীপ যাদব, টি নটরাজন, মিচেল স্টার্ক, সমীর রিজভি, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, ফাফ ডু'প্লেসিস, মুকেশ কুমার, দর্শন নালকান্দে, দুষ্মন্ত চামিরা, বিপরাজ নিগম, দোনাভেন ফেরিরা মোহিত শর্মা, অজয় মন্ডল, মানবন্ত কুমার, ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি।

শক্তি: দিল্লির ব্যাটিং এবং পেস অ্যাটাক যথেষ্ট ভয় ধরাবে প্রতিপক্ষের মনে। স্কোয়াডে রয়েছেন কে এল রাহুলের মতো ক্রিকেটার, যিনি যেকোনও পজিশনে সাবলীলভাবে ব্যাট করতে পারেন। এছাড়াও রয়েছেন বিস্ফোরক জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক এবং ট্রিস্টান স্টাবস। একাই ম্যাচের রং বদলে দিতে পারেন। বাংলার অভিষেক পোড়েলের উপরেও ভরসা রাখতে পারেন দিল্লি সমর্থকরা। বোলিংয়ে রয়েছেন মিচেল স্টার্ক। গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন করতে তাঁর যথেষ্ট অবদান ছিল। এছাড়াও টি নটরাজন, মুকেশ কুমারের মতো পেসাররা দিল্লির উইকেটে সফল হতে পারেন। অক্ষর-কুলদীপের স্পিন জুটিও ভোগাবে প্রতিপক্ষকে।

দুর্বলতা: মিডল অর্ডার বা ডেথে সেভাবে অভিজ্ঞ ব্যাটার নেই। আশুতোষ শর্মা বা সমীর রিজভির মতো তরুণ তুর্কিরা দরকারের সময়ে কতখানি জ্বলে উঠতে পারবেন, প্রশ্ন রয়েছে। অতিরিক্ত প্রত্যাশার চাপে অভিষেক পোড়েলও ব্যর্থ হতে পারেন। অক্ষর-কুলদীপ ছাড়া সে অর্থে স্পিনার নেই স্কোয়াডে। অখ্যাত অজয় মণ্ডলের উপর আস্থা রাখতে হবে ম্যানেজমেন্টকে। অক্ষর নেতা হিসাবে কতখানি সফল হবেন, প্রশ্ন রয়েছে সেই নিয়েও।

সম্ভাব্য প্রথম একাদশ:

জেক ফ্রেজার ম্যাকগার্ক
ফ্যাফ ডু'প্লেসিস
অভিষেক পোড়েল
কে এল রাহুল
ট্রিস্টান স্টাবস
অক্ষর প্যাটেল
আশুতোষ শর্মা
মিচেল স্টার্ক
কুলদীপ যাদব
মুকেশ কুমার
টি নটরাজন

ইমপ্যাক্ট প্লেয়ার: সমীর রিজভি/ মোহিত শর্মা

এক্স ফ্যাক্টর: অক্ষর প্যাটেল। মাত্র ৯ মাসের মধ্যে জোড়া আইসিসি ট্রফিজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য। ব্যাটে-বলে ম্যাচের মোড় ঘোরাতে পারেন। নেতৃত্বের দায়িত্ব পেয়ে পারফরম্যান্সে আরও উন্নতিও করতে পারেন। এবারের আইপিএলে দিল্লি কতদূর যাবে, অনেকটাই নির্ভর করছে অক্ষরের অলরাউন্ড পারফরম্যান্সের উপর।

সম্ভাবনা: বেশ শক্তিশালী দল গড়েছে দিল্লি। কয়েকজন ক্রিকেটার একাহাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। একবারও আইপিএল না জেতার হতাশাকেই মোটিভেশন করে দুরন্ত পারফর্ম করতে পারে দিল্লি ক্যাপিটালস। প্রথম চারে শেষ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাদের। কিন্তু ট্রফি জিতবে, এমন আশা খুবই ক্ষীণ দিল্লির পক্ষে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লির ব্যাটিং এবং পেস অ্যাটাক যথেষ্ট ভয় ধরাবে প্রতিপক্ষের মনে।
  • বোলিংয়ে রয়েছেন মিচেল স্টার্ক। গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন করতে তাঁর যথেষ্ট অবদান ছিল।
  • বেশ শক্তিশালী দল গড়েছে দিল্লি। কয়েকজন ক্রিকেটার একাহাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।
Advertisement