shono
Advertisement
IPL 2025

আইপিএলে ফিরছেন না দুই বিদেশি নাইট, প্লে অফের লক্ষ্যে শিবির শুরু 'দুর্বল' কেকেআরের

চিন্নাস্বামীতে শিবির শুরু করেছে কেকেআর।
Published By: Anwesha AdhikaryPosted: 04:58 PM May 15, 2025Updated: 05:00 PM May 15, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: শনিবার থেকে আবার পুরোদমে শুরু হচ্ছে আইপিএল। টিমটিমে হলেও এখনও বেঁচে আছে কেকেআরের প্লে অফে যাওয়ার আশা। কিন্তু আইপিএল ফের শুরু হওয়ার আগেই ধাক্কা খেতে পারে নাইট শিবির। আইপিএলের দ্বিতীয় পর্বেকেকেআরে ফিরছেন না দুই বিদেশি তারকা। ফলে খানিকটা দুর্বল দল নিয়েই কেকেআরকে নামতে হবে প্লে অফের লক্ষ্যে।

Advertisement

পরিবর্তিত সূচি অনুযায়ী আইপিএল ফের শুরু হবে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে। ১৭ মে-র সেই ম্যাচ কেকেআরের জন্য রীতিমতো ‘মরাবাঁচার লড়াই। কারণ বিরাট কোহলিদের বিরুদ্ধে জিততে না পারলে প্লে অফে যাওয়ার সম্ভাবনা এবারের মতো শেষ হয়ে যাবে নাইটদের। ম্যাচ চিন্নাস্বামীতে। তাই সরাসরি বেঙ্গালুরুতেই দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে ক্রিকেটারদের। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যেই সব ক্রিকেটার চলে আসবেন বলেই নাইট শিবির সূত্রে জানা গিয়েছিল।

দলের ক্যারিবিয়ান ব্রিগেড, অর্থাৎ সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রভম্যান পাওয়েল এবং মেন্টর ডোয়েন ব্র্যাভো যেমন দেশে ফেরেননি। তাঁরা গিয়েছিলেন দুবাইয়ে। আবার রহমানুল্লাহ গুরবাজ কাবুলে গিয়েছিলেন। তিনি সেখান থেকে দুবাই এসে নারিন-রাসেলদের সঙ্গে যোগ দেন। এছাড়াও শোনা যাচ্ছে, কুইন্টন ডি'কক, অ্যানরিখ নখিয়া, স্পেনসার জনসনের মতো তারকারাও বৃহস্পতিবারের মধ্যে চলে এসেছেন।

কিন্তু অধিকাংশ ক্রিকেটার চলে এলেও দু'জন বিদেশির নাইট শিবিরে ফেরা হয়নি। প্রথমজন মইন আলি। তিনি ইংল্যান্ডে ফিরে গিয়েছেন। তাঁর বাবার দাবি, আইপিএল খেলতে মইন এবছর আর ভারতে আসবেন না। তবে কেন এই সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ স্পিনার, সেই নিয়ে কিছু জানা যায়নি। তবে নাইট ম্যানেজমেন্ট জানিয়েছে, সপরিবারে ভাইরাল ফিভারে ভুগছেন মইন। তাই তিনি আইপিএল খেলবেন না। এছাড়াও দুবাইয়ে থাকাকালীনই চোট পেয়েছেন রভম্যান পাওয়েল। ফলে তিনিও ফিরছেন না নাইট শিবিরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরিবর্তিত সূচি অনুযায়ী আইপিএল ফের শুরু হবে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে।
  • দলের ক্যারিবিয়ান ব্রিগেড, অর্থাৎ সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রভম্যান পাওয়েল এবং মেন্টর ডোয়েন ব্র্যাভো যেমন দেশে ফেরেননি। তাঁরা গিয়েছিলেন দুবাইয়ে।
  • সপরিবারে ভাইরাল ফিভারে ভুগছেন মইন। তাই তিনি আইপিএল খেলবেন না।
Advertisement