সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইন নিয়ে পোস্ট করার জেরে চাকরি খোয়াতে হল অস্ট্রেলিয়ার সাংবাদিককে। সেই ঘটনার তীব্র প্রতিবাদ করলেন উসমান খোয়াজা। নিজের ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়ে অজি ক্রিকেট তারকা লেখেন, গাজার মানুষের পক্ষে সওয়াল করা মানেই ইহুদি বিদ্বেষ নয়। উল্লেখ্য, ক্রিকেট মাঠ থেকে একাধিকবার প্যালেস্টাইনের প্রতি সমর্থন দেখিয়েছেন খোয়াজা।
চাকরি খোয়ানো ওই ক্রিকেট সাংবাদিকের নাম পিটার লালোর। প্যালেস্টাইন, গাজা, ইজরায়েলি হামলা নিয়ে পোস্টে তাঁর সোশাল মিডিয়ায় ভর্তি। গাজার নানা খবর তিনি সবসময়ে তুলে ধরেন এক্স হ্যান্ডেলে। শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ কভার করার সময়েই আচমকা পিটারকে জানানো হয়, তাঁর কাজের আর প্রয়োজন নেই। উর্ধতন কর্তৃপক্ষ পিটারকে বলেন, তাঁর বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে। সেই কারণে ভয় পাচ্ছেন আমজনতা। সেই কারণেই বরখাস্ত করা হল বলে পিটারকে জানানো হয়েছে।
এই খবরের স্ক্রিনশট নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেন খোয়াজা। সঙ্গে লেখেন, 'অবিশ্বাস্য'। বরখাস্ত হওয়ার পর পিটারের বার্তাটিও নিজের ইনস্টা স্টোরিতে দেন অজি ব্যাটার। তাঁর কথায়, 'গাজার মানুষের পক্ষে কথা বলা মানেই ইহুদি বিদ্বেষ নয়। অস্ট্রেলিয়ায় যেসমস্ত ইহুদি ভাইবোনেরা রয়েছেন, তাঁদের ভয় দেখানোও নয়। গাজাকে সমর্থন মানে ইজরায়েলি সরকারের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলা। তাদের উচিত, ন্যায় এবং মানবাধিকার মেনে কাজ করা।' অজি তারকার মতে, ইহুদি এবং মুসলিম-দুই সম্প্রদায়ের প্রতি সব সময়ে ঘৃণা থেকেই যায়।
উল্লেখ্য, এর আগে খেলার মাঠেও প্যালেস্টাইন নিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে খোয়াজাকে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্টে ‘স্বাধীনতা আসলে মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’ এমন বার্তা সম্বলিত জুতো পরে খেলতে নামার পরিকল্পনা করেছিলেন। কিন্তু আইসিসি আসরে নামে। জানিয়ে দেয়, এমন বার্তাবহ জুতো পরে খেলা যাবে না। কিন্তু তা সত্ত্বেও কালো ব্যান্ড পরে মাঠে নেমেছিলেন তিনি।
