shono
Advertisement
India Cricket Team

তরুণ টিম ইন্ডিয়ার ধারাবাহিকতায় মুগ্ধ সৌরভ, ওভালে অবিশ্বাস্য জয়ের পর কী বার্তা কোহলির?

ওভালে তৃতীয় দিনে দর্শকাসনে উপস্থিত ছিলেন রোহিতও।
Published By: Arpan DasPosted: 09:27 PM Aug 04, 2025Updated: 09:27 PM Aug 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজের আগে আচমকাই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। সাদা জার্সি তুলে রেখেছেন রোহিত শর্মাও। তাঁদের ছাড়াই ইংল্যান্ডে অসাধ্যসাধন করে সিরিজ ড্র করেছে শুভমান গিলের টিম ইন্ডিয়া। ওভালে তৃতীয় দিনের ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন রোহিত শর্মা। আর সেখানে জয়ের পর বার্তা দিলেন বিরাট কোহলিও।

Advertisement

ওভালে ৬ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। তারপর সোশাল মিডিয়ায় বিরাট লিখেছেন, 'ভারতের অসাধারণ জয়। সিরাজ ও প্রসিদ্ধের লড়াকু মানসিকতা ও দৃঢ়তা আমাদের এই অসাধারণ জয় এনে দিয়েছে। সিরাজের কথা তো আলাদা করে বলতেই হয়। যে দলের জন্য সব ঝুঁকি নিতে প্রস্তুত। ওর জন্য খুব খুশি।'

অন্যদিকে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, 'টিম ইন্ডিয়ার অসাধারণ জয়। টেস্ট ক্রিকেট এখনও সেরা ফরম্যাট। শুভমান গিলের নেতৃত্বে যে দল জিতেছে, তাদের অভিনন্দন জানাই। বিশ্বের কোনও প্রান্তে সিরাজ কখনও দলকে হতাশ করেনি। ওকে বল করতে দেখলেও ভালো লাগে। প্রসিদ্ধ, আকাশ দীপ, জয়সওয়ালরা ভালো খেলেছে। জাদেজা, ওয়াশিংটন, পন্থের জন্য দারুণ সিরিজ কাটল। এই তরুণ দল যথেষ্ট ধারাবাহিক।'

ওভাল টেস্টের তৃতীয় দিনে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন রোহিত শর্মা। পরনে নীল শার্ট ও নীল জিনস। সঙ্গে টুপি ও সানগ্লাস। দর্শকাসনেও নিজেকে কিছুটা ‘লুকিয়ে’ রেখেছিলেন রোহিত। তবে প্রাক্তন ভারত অধিনায়ক একবার ক্যামেরায় একবার ধরা পড়তেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়ে যায়। তিনি অবশ্য কোনও বার্তা দেননি। তবে নিশ্চয়ই রোহিতও খুশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইংল্যান্ড সিরিজের আগে আচমকাই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। সাদা জার্সি তুলে রেখেছেন রোহিত শর্মাও।
  • তাঁদের ছাড়াই ইংল্যান্ডে অসাধ্যসাধন করে সিরিজ ড্র করেছে শুভমান গিলের টিম ইন্ডিয়া।
  • জয়ের পর বার্তা দিলেন বিরাট কোহলিও।
Advertisement