সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২-এ আচমকাই টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। তারপর তাঁকে সরিয়ে দেওয়া হয় ওয়ানডে নেতৃত্ব থেকেও। সেই নিয়ে প্রবল বিতর্কও হয়। অন্যদিকে তিনি বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়েন ২০২১ সালে। কিন্তু টেস্ট হোক বা আরসিবি, কেন নেতৃত্ব ছেড়েছিলেন কোহলি? সেই বিষয়ে মুখ খুললেন তিনি। সেই সঙ্গে জানালেন, এক সময় বেঙ্গালুরু ছাড়ার কথাও ভেবেছিলেন।
আরসিবির একটি পডকাস্টে কোহলি বলেন, "আমি আগেও বলেছি। আমি চেয়েছিলাম নিজেকে আরও পরীক্ষার মুখে ফেলতে। ২০১৬ থেকে ২০১৯-র মধ্যে আমার কাছে দল পরিবর্তনের বেশ কয়েকটা সুযোগ ছিল। এক সময় সব নিয়ে আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে গিয়েছিল। কারণ একসঙ্গে অনেক কিছু ঘটছিল। ভারতকে ৭-৮ বছর নেতৃত্ব দিয়েছি। আরসিবি'র নয় বছর অধিনায়ক ছিলাম। আমার উপর প্রত্যাশার পাহাড় জমছিল। ব্যাট হাতে নামলেই ভালো কিছু করতে হত।"
কোহলি যখনই মাঠে নামেন, তখনই আগ্রাসন চোখে পড়ে। অধিনায়ক থাকার সময় সেটার জন্য বিতর্কেও পড়েছেন। কিন্তু ক্রমাগত এই প্রত্যাশার জন্য তাঁর খেলাতেও প্রভাব পড়েছিল। কোহলি বলেন, "আমার সব সময় মনে হত, সব সময় আমার দিকেই সবার নজর। বুঝতে পারছিলাম না কী করব? বিষয়টা খুব কঠিন হয়ে যাচ্ছিল। একটা জিনিস বুঝতে পারছিলাম, খুশি থাকতে হবে। সবাই যেখানে সমালোচনা করবে, সেই পরিস্থিতি ছাড়া ক্রিকেট খেলতে চেয়েছিলাম।"
একটা সময় আরসিবি ছাড়ার কথাও ভেবেছিলেন। ভারতের হয়ে বহু ট্রফি জিতলেও কখনও আইপিএল জেতা হয়নি। সেই অধরা ট্রফি জেতার জন্য কি আরসিবি ছাড়তে চেয়েছিলেন? কোহলির বক্তব্য, "আমি নিজেকে জিজ্ঞেস করতাম, 'ভারতের হয়ে এত কিছু জিতেছি। এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী?' তারপরই আমার মনে হয়, এতদিন ধরে যে সম্পর্ক ও সম্মানের জায়গা তৈরি হয়েছে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জিতি বা হারি। এটাই আমার ঘর।"
