সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তাপ বাড়ছে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া টেস্টের (West Indies vs Australia)। মাঠে যেমন বোলারদের দাপট রয়েছে, তেমনই রয়েছে আম্পায়াদের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত। আর তার সবকটাই গিয়েছে ক্যারিবিয়ানদের বিপক্ষে। ডিআরএস নিয়েও লাভ হয়নি। যার জেরে দ্বিতীয় দিনের খেলার পর ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথের সঙ্গে দেখা করেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। উঠছে ওয়েস্ট ইন্ডিজের প্রতি বৈষম্যের অভিযোগও।
ঠিক কী হয়েছে ব্রিজটাউনের প্রথম টেস্টে? প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ১৮০ রানে। পালটা ১৯০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেট হারিয়ে ৯২। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসকে যে দু'জন টানছিলেন, সেই রস্টন চেজ (৪৪) ও শাই হোপের (৪৮) আউট নিয়েই যত বিতর্ক।
প্যাট কামিন্সের বলে এলবিডব্লু হন চেজ। সঙ্গে সঙ্গেই ডিআরএস নেন ক্যারিবিয়ান অধিনায়ক। কিন্তু বল আগে ব্যাটে লেগেছে নাকি প্যাডে, তা নিয়ে বিতর্ক রয়েছে। রিপ্লেতে দেখা যায়, ব্যাটের কাছ দিয়ে বল যাওয়ার সময় স্পষ্ট 'স্পাইক' রয়েছে। কিন্তু তারপরও আউট দেন থার্ড আম্পায়ার হোল্ডস্টক।
তার কয়েক ওভার পরেই ফের নাটক। হোপের ব্যাটে লেগে বল চলে যায় উইকেটের পিছনে। অজি উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ঝাঁপিয়ে বল ধরেন। কিন্তু পরে রিপ্লেতে দেখা যায়, বল মাটিতে স্পর্শ করেছে। কিন্তু তারপরও হোপকে আউট দেওয়া হয়। দুটি সিদ্ধান্ত নিয়েই ক্ষুব্ধ ইয়ান বিশপ। অন্যদিকে সমর্থকরাও বলছেন, এরকম সিদ্ধান্তের পর ওয়েস্ট ইন্ডিজের উচিত মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া।
দ্বিতীয় দিনের শেষে ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথের সঙ্গে দেখা করেন স্যামি। তিনি বলেন, "আমি দেখেছি, বিশেষ কয়েকজন আম্পায়ার এই ধরনের ঘটনা ঘটান। আমি শুধু চাই, সিদ্ধান্তের মধ্যে ধারাবাহিকতা থাকুক।"
