সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ড ম্যাচটাই যাবতীয় তালগোল পাকিয়ে দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারের পর দুটো ম্যাচ জিতেছে ভারতীয় দল। হরমনপ্রীত কউররা শ্রীলঙ্কাকে দুরমুশ করে রানরেটও বাড়িয়ে রেখেছেন। কিন্তু তাতেও শেষ চারের টিকিট নিশ্চিত হয়নি।
রবিবার গ্রুপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরণ-বাঁচন যুদ্ধে নামছেন হরমনপ্রীতরা। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে গেলে জিততেই হবে ভারতকে। তবে অস্ট্রেলিয়াকে হারালেও শেষ চারের টিকিট নিশ্চিত হবে না। কারণ এদিন নিউজিল্যান্ড হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। গ্রুপে তাদের আরও একটা ম্যাচ বাকি। সেটা পাকিস্তানের বিরুদ্ধে। এখন যদি বিশাল ব্যবধান তারা হারিয়ে দেয়, তখন রান রেট বড় ফ্যাক্টর হয়ে যাবে। তাই শুধু অস্ট্রেলিয়াকে হারালেই চলবে না, একই সঙ্গে রান আরও ভালো করে রাখতে হবে টিম ইন্ডিয়াকে।
এর আগেও অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জের সামনে ফেলেছে ভারতীয় টিম। রবিবার ঠিক সেরকমই একটা পারফরম্যান্স উপহার দিতে চান হরমনপ্রীতরা। ভারতীয় দলের পক্ষে স্বস্তির খবর হল, স্মৃতি মান্ধানার রানে ফেরা। প্রথম দুটো ম্যাচে মান্ধানা রান পাননি। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন তিনি। হরমনপ্রীতও দুরন্ত ইনিংস উপহার দেন শ্রীলঙ্কা ম্যাচে।
বলাবলি চলছে, মান্ধানা আর শেফালি ভার্মা মিলে যদি শুরুটা খুব ভালো করে দিতে পারেন, তাহলে বড় রান তোলা সহজ হয়ে যাবে। ভারতীয় বোলাররা শেষ দুটো ম্যাচে যেরকম বোলিং করেছেন, সেটাও বড় একটা স্বস্তির কারণ টিম ইন্ডিয়ার কাছে। সবমিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ মরণ-বাঁচন যুদ্ধে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চায় হরমনপ্রীতরা।