shono
Advertisement
Sanju Samson

রিয়ানের জন্যই দল ছাড়ছেন সঞ্জু! প্রাক্তন তারকার বিস্ফোরণের পরই ইঙ্গিতপূর্ণ বার্তা রাজস্থানের

এমনকী সঞ্জু যে ধোনির দল চেন্নাই সুপার কিংসে যাওয়ার জন্য পা বাড়িয়ে রেখেছেন, এরকম জল্পনাও রয়েছে।
Published By: Arpan DasPosted: 01:34 PM Aug 12, 2025Updated: 01:50 PM Aug 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনের (Sanju Samson) 'বিদায়' মোটামুটি পাকা। এমনকী তিনি যে ধোনির দল চেন্নাই সুপার কিংসে যাওয়ার জন্য পা বাড়িয়ে রেখেছেন, এরকম খবরও পাওয়া যাচ্ছে। আর যদি এই জল্পনা সত্যি হয়, তার নেপথ্যে কে? এক প্রাক্তন ক্রিকেটারের মতে, সঞ্জুর সঙ্গে রাজস্থানের সম্ভাব্য বিচ্ছেদের নেপথ্যে রয়েছেন তাঁরই সতীর্থ রিয়ান পরাগ।

Advertisement

গতবছর চোটের জন্য আইপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচে ছিলেন না সঞ্জু। সেই জায়গায় রাজস্থানের নেতৃত্ব সামলেছিলেন রিয়ান। এমন নয় যে, রাহুল দ্রাবিড়ের দল তাতে সাফল্য পেয়েছিল। মাঝে ফের সঞ্জু ছিটকে যাওয়ায় নেতৃত্ব দেন রিয়ান। যা নিয়ে প্রাক্তন ক্রিকেটার এস বদ্রিনাথ বলছেন, "আমার মতে, রিয়ান পরাগই আসল কারণ। যদি তুমি ওকে অধিনায়ক হিসেবে ধরেই নাও, তাহলে আশা করতে পারো না সঞ্জুর মতো প্লেয়ার থাকবে।"

অশ্বিনের পডকাস্ট ‘কুট্টি স্টোরিজে’ নিজের জীবনে রাজস্থানের অবদান নিয়ে বলতে গিয়ে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন সঞ্জু। তিনি বলেন, “রাজস্থান আসলে আমার কাছে গোটা পৃথিবী। রাজস্থানই আমাকে সুযোগ দিয়েছে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে আমি কী! এই দলের সদস্য থাকতে পেরে আমি কৃতজ্ঞ।” সঞ্জুর কথায় শেষের কয়েকটা বাক্য ঘিরে তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি রাজস্থান আর সঞ্জুর উপর আস্থা রাখছে না? আর এভাবে কৃতজ্ঞতা তো মানুষ বিদায়বেলায় জানায়। শোনা যাচ্ছে, সঞ্জু নাকি ইতিমধ্যেই চেন্নাইয়ের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছেন।

এর মধ্যে, রাজস্থান রয়্যালসের তরফ থেকে সঞ্জুরই বলা কয়েকটি কথা ব্যবহার করছে। 'রাজস্থান আসলে আমার কাছে গোটা পৃথিবী', এই বার্তার সঙ্গে সঞ্জুর ছবিও দেওয়া। তাহলে কি রাজস্থান রয়্যালস সমস্ত শত্রুতা ভুলতে তৈরি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনের 'বিদায়' মোটামুটি পাকা।
  • এমনকী তিনি যে ধোনির দল চেন্নাই সুপার কিংসে যাওয়ার জন্য পা বাড়িয়ে রেখেছেন, এরকম খবরও পাওয়া যাচ্ছে।
Advertisement