আলাপন সাহা: চিরদিনের মতো গ্লাভস জোড়া তুলে রাখলেন ঋদ্ধিমান সাহা। রনজিতে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পর অবসর নিলেন তিনি। ঋদ্ধির বিদায়বেলায় ইডেনে সতীর্থ ক্রিকেটারদের চোখেও জল। মেয়েও অনুরোধ করেছিল, আরও একটা বছর খেলার জন্য। কিন্তু ঋদ্ধির সিদ্ধান্তকে টলানো যায়নি। আর অবসরের পর সোশাল মিডিয়ায় আবেগী বার্তাও দিলেন।
২০০৭ সাল থেকে বাংলার হয়ে খেলছেন তিনি। মাঝে দুবছর খেলেছিলেন ত্রিপুরার হয়ে। ২০২২-এ ফিরে আসেন। আগেই জানিয়ে দিয়েছিলেন, বাংলার মরশুম শেষে অবসর নেবেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলা জিতলেও এবারের মতো রনজি অভিযান শেষ। আর সেই সঙ্গে ১৮ বছরের কেরিয়ার শেষ হল ঋদ্ধির।
তবে তাঁর মেয়ে অনুরোধ করেছিল আরও একটা বছর ক্রিকেট খেলার। ঋদ্ধি অবশ্য সেই অনুরোধ শোনেননি। সঠিক সময়েই অবসর নিচ্ছেন বলে মনে করছেন। এর পর কী কোচিংয়ে আসবেন? তেমনটাই ইচ্ছা আছে ঋদ্ধির। ত্রিপুরার সিনিয়র দলের থেকে প্রস্তাব এলে রাজি হতে পারেন তিনি। সেটা অবশ্য পরের কথা। এদিন সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছাড়লেন। শেষবেলায় চোখে জল সবারই। ম্যাচের পর সকলকে ধন্যবাদ জানিয়ে নিজেও সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করলেন।
ঋদ্ধিকে নিয়ে আবেগী বার্তা দিয়েছেন মহম্মদ শামিও। বাংলা দল ও আইপিএলেও তাঁরা একসঙ্গে খেলেছেন। সোশাল মিডিয়ায় শামি লেখেন, "ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিকে আজ বিদায় জানাচ্ছি। ওর অসাধারণ উইকেটকিপিং কিছু অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছে। মাঠে হোক বা মাঠের বাইরে, তোমার কৃতিত্ব পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।"
