shono
Advertisement
Yuzvendra Chahal

প্রেমের গুঞ্জনে সিলমোহর! নিজেকে প্রকাশ্যেই মাহভাশের 'ফ্যান বয়' বললেন চাহাল

চাহাল- মাহভাশের প্রেম নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের।
Published By: Subhajit MandalPosted: 12:08 AM May 21, 2025Updated: 12:08 AM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম জমে একেবারে ক্ষীর। এবার প্রকাশ্যেই নিজেকে আরজে মাহভাশের 'ফ্যান বয়' বলে বর্ণনা করলে টিম ইন্ডিয়ার তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। শুধু তাই নয়, নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করলেন মাহভাশ অভিনীত একটি ওয়েব সিরিজের ঝলকও।

Advertisement

ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের আগে থেকেই চাহালের পাশে নিয়মিত দেখা যায় আরজে মাহভাশকে। ব্যক্তিগত জীবনে ঝড়, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। ভোগাচ্ছে চোট-আঘাতের সমস্যাও। কিন্তু চাহালের পাশে বারবার দেখা গিয়েছে মাহভাশকে। উৎসাহ দেওয়ার জন্য স্টেডিয়ামে থাকছেন। আবার সোশাল মিডিয়ায় পোস্টও করছেন। সেই মাহভাশের সঙ্গে চাহালের সম্পর্ক নিয়ে চর্চাও কম নয়।

মাহভাশ পেশায় রেডিও জকি এবং অভিনেত্রী। সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওয় 'প্যার প্যায়সা প্রফিট' নামের একটি সিরিজে অভিনয় করছেন তিনি। চাহাল সেই সিরিজের ঝলকই নিজের ইনস্টা স্টোরিতে দিয়েছেন। সঙ্গে লিখেছেন, "এটা দেখার পর তোমার ফ্যানবয় হয়ে গেলাম।" সেই সঙ্গে নীল রংয়ের ভালোবাসার ইমোজি। নেটিজেনদের ধারণা, এই ইনস্টা স্টোরিতেই প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়ে দিলেন চাহাল।

সদ্য ধনশ্রী বর্মার সঙ্গে ডিভোর্স রয়েছে যুজবেন্দ্র চাহালের। কিন্তু সরকারিভাবে তাঁদের ডিভোর্সের অনেক আগে থেকেই চাহালের নতুন সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। আরজে মাহভাশের সঙ্গে বড়দিন পালন করতে দেখা গিয়েছিল তাঁকে। এমনকী দু’জনকে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতেও দেখা যায়। আইপিএলেও নিয়মিত পাঞ্জাবের ম্যাচ দেখতে যান তিনি। আর স্টেডিয়াম থেকে গলা ফাটান চাহালের জন্য। চাহালের প্রতিটি পারফরম্যান্সকে উপভোগ করেন তিনি। অবশেষে দীর্ঘদিনের প্রেমের জল্পনায় কি সিলমোহর পড়ে গেল? গুঞ্জন নেটপাড়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার প্রকাশ্যেই নিজেকে আরজে মাহভাশের 'ফ্যান বয়' বলে বর্ণনা করলে টিম ইন্ডিয়ার তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল।
  • শুধু তাই নয়, নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করলেন মাহভাশ অভিনীত একটি ওয়েব সিরিজের ঝলকও।
  • শুধু তাই নয়, নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করলেন মাহভাশ অভিনীত একটি ওয়েব সিরিজের ঝলকও।
Advertisement