সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেডিয়ামে তাণ্ডবের জন্য জরিমানার মুখে পড়তে হয়েছে রাশিয়াকে৷ ইংল্যান্ডের উগ্র সমর্থকদের সতর্ক করে দেওয়া হয়েছে৷ এবার উয়েফার শাস্তির মুখে পড়ল ক্রোয়েশিয়াও৷ তাদের এক লক্ষ ইউরো জরিমানা করল উয়েফা৷
চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচে যাবতীয় ঘটনার সূত্রপাত৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া তখন ২-১ গোলে এগিয়ে৷ হঠাৎ স্টেডিয়াম থেকে রকেট, শেল পড়তে থাকে মাঠের মধ্যে৷ ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে রেফারি আর ঝুঁকি নেননি৷ সবাইকে মাঠ থেকে বাইরে নিয়ে যান৷ যার জন্য খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ৷ ঘটনার পরপরই উয়েফার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তির মুখে পড়তে হবে ক্রোয়েশিয়াকে৷ মঙ্গলবার মডরিচদের দলের শাস্তি ঘোষণা করা হল৷
তবে ক্রোয়েশিয়াকে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার ব্যাপারে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে উয়েফা৷ মডরিচদের শেষ ম্যাচ স্পেনের বিরুদ্ধে৷ আর সেই ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে৷ সেই কারণেই শাস্তি পিছিয়ে গিয়েছে৷
The post ক্রোয়েশিয়াকে এক লক্ষ ইউরো জরিমানা appeared first on Sangbad Pratidin.