shono
Advertisement

টাটা সন্সের চেয়ারম্যান পদে ফিরছেন রতন টাটা

অপসারিত সাইরাস মিস্ত্রি৷ The post টাটা সন্সের চেয়ারম্যান পদে ফিরছেন রতন টাটা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:15 PM Oct 24, 2016Updated: 05:02 PM Jan 10, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন সাইরাস মিস্ত্রি৷ সোমবার দুপুরে নাটকীয়ভাবে তাঁকে অপসারণ করা হয়৷ টাটা সন্সের একটি বোর্ড মিটিংয়ে সোমবার মিস্ত্রিকে তাঁর পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়৷ তাঁর পরিবর্তে চেয়ারম্যান পদে ফিরছেন রতন টাটা৷ জানা গিয়েছে, আপাতত চার মাসের জন্য অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হলেন তিনি৷ এই চার মাসের মধ্যে পরবর্তী চেয়ারম্যান খুঁজে বের করার জন্য পাঁচ জন সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে৷

Advertisement

আচমকা কেন পদ থেকে অপসারিত করা হল সাইরাস মিস্ত্রিকে, সে বিষয়ে সঠিকভাবে কোনও তথ্য দেওয়া হয়নি সংস্থার বিবৃতিতে৷ যদিও সূত্রের খবর, সংস্থার আর্থিক অগ্রগতি নিম্নমুখী হওয়ার জন্যই নাকি তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

The post টাটা সন্সের চেয়ারম্যান পদে ফিরছেন রতন টাটা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement