shono
Advertisement

জেএনইউয়ের ছাত্র নাজিবের অন্তর্ধানে সিবিআই তদন্তের নির্দেশ

নির্দেশ দিল্লি হাই কোর্টের। The post জেএনইউয়ের ছাত্র নাজিবের অন্তর্ধানে সিবিআই তদন্তের নির্দেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:06 PM May 16, 2017Updated: 10:36 AM May 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ তদন্তের মন্থর গতির জন্য আদালতে বারবার তিরষ্কারের মুখে পড়তে হচ্ছিল দিল্লি পুলিশকে। শেষপর্যন্ত জেএনইউয়ের ছাত্র নিখোঁজের ঘটনায় সিবিআই তদন্তেরই নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। মঙ্গলবার এই ঘটনার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে অবিলম্বে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্টের বিচারপতি জিএস সিস্টানি ও বিচারপতি রেখা পাল্লির ডিভিশন বেঞ্চ।

Advertisement

[কিসের উৎসব? বিজেপির তিন বছর সেলিব্রেশন নিয়ে প্রশ্ন রাহুলের]

২০১৬ সালে  ১৫ অক্টোবর দক্ষিণ দিল্লির জেএনইউয়ের হস্টেল থেকে নিখোঁজ হয়ে যান বায়োটেকনোলজি বিভাগের স্নাতকোত্তরের পড়ুয়া নাজিব আহমেদ৷ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের অভিযোগ, ঘটনার দিন হস্টেলে এবিভিপি-র সদস্যদের সঙ্গে বচসা হয় নাজিবের৷ তারপরই তিনি নিখোঁজ হয়ে যান৷ এবিভিপি অভিযোগ অস্বীকার করলেও, এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে জেএনইউ ক্যাম্পাস৷ নাজিবকে উদ্ধারের দাবিতে জেএনইউ ক্যাম্পাসে উপাচার্যকে ঘেরাও করে পড়ুয়াদের একাংশ৷ নিখোঁজ ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে দিল্লি পুলিশ৷ কিন্তু গত পাঁচ মাসের তদন্তের কোনও অগ্রগতি হয়নি৷ এরজন্য আদালতে বেশ কয়েকবার ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে দিল্লি পুলিশকে৷ দিল্লির পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছে নাজিব আহমেদের পরিবারও৷

[‘অযোধ্যায় রামের জন্ম নিয়ে সন্দেহ না থাকলে, তিন তালাকে কেন?’]

এই পরিস্থিতিতে মঙ্গলবার নাজিব আহমেদ নিখোঁজ মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল দিল্লি হাইকোর্ট৷ বিচারপতি জিএস সিস্টানি ও বিচারপতি রেখা পাল্লির ডিভিশন বেঞ্চ বলেছে, ডিআইডি-র থেকে কম পদমর্যাদার কোনও অফিসারকে দিয়ে এই ঘটনার তদন্ত করাতে পারবে না সিবিআই৷

The post জেএনইউয়ের ছাত্র নাজিবের অন্তর্ধানে সিবিআই তদন্তের নির্দেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement