shono
Advertisement

গ্রিন টি খান? নিজের বিপদ নিজেই ডেকে আনছেন না তো

গ্রিন টি আপনার প্রিয় হলে এই প্রতিবেদন অবশ্যই পড়ুন৷ The post গ্রিন টি খান? নিজের বিপদ নিজেই ডেকে আনছেন না তো appeared first on Sangbad Pratidin.
Posted: 09:11 PM Aug 09, 2019Updated: 09:11 PM Aug 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কম পরিশ্রমে কীভাবে রোগা হওয়া যায়? এই প্রশ্নের উত্তর হিসাবে সকলের মনে আসে গ্রিন টি-র কথা৷ শুধুমাত্র গরম চায়ের পেয়ালায় ঠোঁট ভিজিয়ে রোগা হওয়া গেলে, তার চেয়ে ভাল আর কি-ই বা হতে পারে৷ তাই তো আধুনিকা নারীরা গ্রিন টি-র প্রশংসায় পঞ্চমুখ৷ কিন্তু বিশেষজ্ঞদের মত শুনলে আপনি আঁতকে উঠবেন৷ গ্রিন টি-তে গলা ভিজিয়ে নিজের যে কতটা ক্ষতি করেছেন তা ভেবে আঁতকে ওঠা অসম্ভব কিছুই নয়৷

Advertisement

ভিড় বাস বা ট্রেনে গুঁতোগুঁতি করতে করতে সন্ধেয় বাড়ি ফিরলেন৷ হাত-মুখ ধুয়ে মুখের সামনে এক কাপ চা না হলে হয় না৷ অনেকেরই অভ্যাস এই সময় একটু গ্রিন টি খাওয়ার৷ আপনার অভ্যাসও কি এরকম? তবে সাবধান হোন৷ কারণ, অভ্যাস বদলের সময় এসেছে৷ বিশেষজ্ঞরা বলছেন, গ্রিন টি-তে থাকে ক্যাফিন৷ যার ফলে অনিদ্রার মতো সমস্যা আপনার শরীরে বাসা বাঁধতে পারে৷ আর অনিদ্রার মতো রোগ বাসা বাঁধল মানেই আপনার দফারফা৷ কারণ, পর্যাপ্ত ঘুম না হলে মানসিক এবং শারীরিক ক্ষেত্রে তার প্রভাব যে পড়বে, তা নতুন করে বলার কিছুই নেই৷

[আরও পড়ুন: মাল্টিকুইজিন রসনায় নিরামিষ-আমিষ স্যুপ ও স্যালাডের সুলুকসন্ধান]

আপনি কি রক্তাল্পতায় ভুগছেন? তবে ভুলেও গ্রিন টি দিয়ে গলা ভেজানোর কথা ভাববেন না৷ কারণ, আপনার শরীর থাকা আয়রন শোষণ করে নেয় গ্রিন টি৷ তাই রক্তাল্পতার সমস্যা থাকলে গ্রিন টি নৈব নৈব চ! তার চেয়ে বরং দুধ চা কিংবা লাল চায়ে চুমুক দিয়েই জমুক আপনার আড্ডা৷

মেদ ঝরার আশায় ঘুম থেকে উঠেই গ্রিন টি-তে চুমুক দেন অনেকেই৷ কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি মেনে চললে আপনার গ্যাসট্রিক হতে পারে৷ অম্বল, পেট খারাপের সমস্যাও হওয়া অসম্ভব কিছুই নয়৷ তাই খালি পেটে গ্রিন টি ভুলেও খাবেন না৷

[আরও পড়ুন: বর্ষায় ইলিশ খিচুড়ি হয়ে যাক, জেনে নিন জিভে জল আনা রেসিপির খুঁটিনাটি]

আপনার কি উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে? তবে গ্রিন টি-র পেয়ালায় চুমুক দেওয়ার আগে দু’বার ভাবুন৷ কারণ, গ্রিন টি-র জেরে উচ্চ রক্তচাপের সমস্যা আরও বাড়তে পারে৷ বিশেষজ্ঞদের মতে, মাথা যন্ত্রণা এবং পেটে ব্যথার মতো সমস্যা হওয়াও নতুন নয়৷ তাই আজ থেকে গ্রিন টি খাওয়ার আগে দু’বার ভাবুন৷ নইলে বিপদ আসন্ন৷

The post গ্রিন টি খান? নিজের বিপদ নিজেই ডেকে আনছেন না তো appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement