shono
Advertisement

মালিককে বাঁচাতে বাঘের মুখে সারমেয়

বাঘের হাত থেকে প্রভুকে বাঁচাতে নিজেই বাঘের মুখে চলে গেল পোষ্য সারমেয়৷ দিনে কয়েকটা চাপাটি খেতে দেওয়া হত তাকে৷ তারই দেনা শোধ করে দিল সে৷ The post মালিককে বাঁচাতে বাঘের মুখে সারমেয় appeared first on Sangbad Pratidin.
Posted: 06:49 PM Jun 06, 2016Updated: 01:19 PM Jun 06, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিন যখন মানুষ মানুষের লড়াই খবরের কাগজের হেডলাইন হয়ে মানুষের পাশবিক হিংস্রতার কথা তুলে ধরে, তখন তথাকথিত জন্তুর ব্যবহার যেন সেই হিংস্র অমানবিক আচরণের কাছে এক নিঃশব্দ শিক্ষা৷ এক অদ্ভুত উত্তর৷
বাঘের হাত থেকে প্রভুকে বাঁচাতে নিজেই বাঘের মুখে চলে গেল পোষ্য সারমেয়৷ দিনে কয়েকটা চাপাটি খেতে দেওয়া হত তাকে৷ তারই দেনা শোধ করে দিল সে৷

Advertisement

শুক্রবার বরবাতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে৷ কৃষক গুরুদেব সিং রাতে তাঁর পোষ্য জ্যাকিকে নিয়ে বাড়ির উঠোনে ঘুমিয়ে ছিলেন৷ হঠাৎই বাঘের উদয় হয় সেখানে৷ বাড়ির কাছে বাঘ এসেছে তা আগে থেকেই বুঝতে পেরেছিল জ্যাকি৷ সেই মতো মালিককেও জাগানোর চেষ্টা করে সে৷
কিন্তু বিপত্তি ঘটে তখনই৷ গুরুদেবের জেগে ওঠার আগেই আক্রমণ করে বাঘ৷ বাঘের সঙ্গে শেষ অবধি পেরে উঠবে না জেনেও বাঘটিকে পাল্টা আক্রমণ করে জ্যাকি৷ বিপদ বুঝে ততক্ষণে উঠে বসেছে গুরুদেব৷ হাতের কাছে পড়ে থাকা একটি লাঠি তুলে নিয়ে, চিৎকার করে লোক ডাকতে থাকেন তিনি৷ এই অবস্থায় ভয়ে বাঘটি সেখান থেকে পালিয়ে যায়৷ কিন্তু সঙ্গে করে হিঁচড়ে নিয়ে যায় জ্যাকির দেহ৷
পড়ে গ্রামবাসীরা মশাল, ক্যানেস্তারা পিটিয়ে জঙ্গলে যান এবং জ্যাকির ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার করেন৷

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের শাহজাহানপুরের খুব কাছেই রয়েছে দুধওয়া ন্যাশনাল পার্ক৷ মাত্র ৫০ কিলোমিটার দূরত্বে থাকা এই জাতীয় উদ্যানের জন্য এলাকায় বাঘের উপদ্রব বেশি৷ শিকারের অভাব হলেই লোকালয়ে চলে আসে বাঘ৷ হামলা করে মানুষের উপর৷
জ্যাকির এমন নিষ্পাপ ভালবাসার উদাহরণ যেন আরও যন্ত্রণা দিচ্ছে এখন গুরুদেবকে! তার মারা যাওয়ার পর গোটাদিন কিছু মুখে তোলেন নি৷ ঘুরে ফিরে শুধু একটাই কথা বলছেন, “কয়েকটা চাপাটি খেতে দিতাম রোজ৷ সেই চাপাটির দাম নিজের জীবন দিয়ে শোধ করে গেল!”

The post মালিককে বাঁচাতে বাঘের মুখে সারমেয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement