shono
Advertisement

নির্ঝঞ্ঝাট সংসার চান? বিয়ের এসব মুহূর্তের ছবি ভুলেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না

এই টিপসগুলি আপনাকে মানতেই হবে৷ The post নির্ঝঞ্ঝাট সংসার চান? বিয়ের এসব মুহূর্তের ছবি ভুলেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না appeared first on Sangbad Pratidin.
Posted: 05:16 PM Aug 08, 2019Updated: 05:16 PM Aug 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়া ছাড়া কিছু যেন ভাবতেই পারি না আমরা৷ সাফল্য হোক কিংবা ব্যর্থতা, ছবি শেয়ার না করলে যেন ভাতই হজম হতে চায় না৷ তার উপর আবার জীবনের বিশেষ দিন হয়৷ যেমন ধরুন, জন্মদিন৷ কেমন কেক কাটলেন, কী উপহার পেলেন সবই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অনেকেই৷

Advertisement

জন্মদিনের ছবি যখন পোস্ট করলেন, তখন বিয়ে কি আর বাদ যায়? সেই ছবিও যে আপনি দেবেন, তা বলাই বাহুল্য৷ কিন্তু জানেন কি, সোশ্যাল মিডিয়ায় সবকিছু শেয়ার করা মোটেও কাজের কথা নয়৷ এতে আপনি বিপদেও পড়তে পারেন৷ কিন্তু বিয়ের কোন ছবি সোশ্যাল মিডিয়ায় দেবেন আর কোনটা দেবেন না বুঝতে পারছেন না তাই তো? আপনার জন্য রইল টিপস৷

বিয়ের আগে আপনার মনের মানুষের সঙ্গে রেস্তরাঁ কিংবা কফি শপে আপনি যেতেই পারেন৷ একসঙ্গে কোনও শপিং মলে গিয়ে সুন্দর মুহূর্ত কাটাতেই পারেন৷ নতুন এই সম্পর্ক ভার্চুয়াল জগতে টেনে আনবেন না৷ সম্পর্কে কোনও ঝঞ্ঝাট না চাইলে ফেসবুকে ব্যক্তিগত মুহূর্তের ছবি ভুলেও শেয়ার করবেন না৷

[আরও পড়ুন: যৌনতায় বাধা বর্ষা! সাম্প্রতিক গবেষণার রিপোর্ট জানলে মনখারাপ হতে পারে]

রোজ অফিসের কাজের চাপ৷ বিয়ে বলে তো আর অতিরিক্ত ছুটি পাওয়ার কোনও সম্ভাবনা নেই৷ তাই বাড়ি বাড়ি ঘুরে বিয়ের কার্ড বিলি করার রীতি অস্তিত্ব সংকটে ভুগছে৷ বরং হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারের মাধ্যমে নিমন্ত্রণ সারছেন অনেকেই৷ কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়ায় কার্ড পোস্ট করেন৷ নিশ্চয়ই ফেসবুকে থাকা আপনার সব বন্ধুই নিমন্ত্রিত নন৷ তাই তাঁদের সামনে ওভাবে কার্ডের ছবি পোস্ট করা মোটেও বাঞ্ছনীয় নয়৷

জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধ্যায় সাত পাকে বাঁধা পড়া৷ তাই তার কেনাকাটিও যে প্রচুর হবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই৷ তবে আপনি কত দাম দিয়ে বিয়ের বেনারসি কিনবেন, গয়নাগাটির বা ঠিক কতটা দামি, তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে যাবেন না৷ তাতে অনেকেরই আপনার সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে৷

কোথায় বিয়ে করছেন, বিয়ের দিন খাবারের তালিকায় কী কী থাকছে তা মোটেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না৷ মনে রাখবেন, তাহলে আপনার পরিচিতরাই বিশেষ অনুষ্ঠানে আগ্রহ হারাবেন৷ তাই না হোক মাহেন্দ্রক্ষণের আগে পর্যন্ত পরতে পরতে থাক রহস্যের ছোঁয়া৷

কেমন হবে সংসার জীবন? মনের মানুষই বা কেমন? বিয়ে যত এগিয়ে আসে মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে নানা প্রশ্ন৷ তাই উত্তেজনা স্বাভাবিক৷ মনে মনে শুভক্ষণের আগে কাউন্টডাউন তো করবেনই৷ মনে মনে যতই প্রতীক্ষার দিন গোনেন না ভুলেও তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না৷ কারণ মনে রাখবেন, আপনার বিয়ের সাতদিন বাকি নাকি এক মাস, সে বিষয়ে মোটেও আগ্রহী নন ফেসবুকে থাকা বন্ধুবান্ধবরা৷

বিয়ে মানেই গেট টুগেদার৷ তাই ওই কয়েকদিনের প্রতিটি মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখার জন্য ক্যামেরা সবসময় তৈরিই থাকেন৷ সঙ্গে আবার রয়েছে স্মার্টফোন৷ তাই ছবি উঠবে না তা হতে পারে না৷ কিন্তু বিয়ে মিটতে না মিটতেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভুলেও শেয়ার করবেন না৷ পরিবর্তে কিছু মুহূর্ত না হয় থাক শুধুই ব্যক্তিগত৷

[আরও পড়ুন: মহিলারা কখনও স্বামীকে এই কথাগুলি বলেন না, জানেন কেন?]

বিয়ের পর একান্তে সময় কাটানোর জন্য মধুচন্দ্রিমায় যান নবদম্পতিরা৷ প্রথমবার একান্তে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মার্টফোন কিংবা ক্যামেরাবন্দি করে রাখুন, তাতে সমস্যা নেই৷ কারণ, স্মৃতি সবসময়ই সুখের৷ কিন্তু সব ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না৷ দু’জনের কাছাকাছি আসা ছবিগুলি ব্যক্তিগত থাকাই ভাল৷

The post নির্ঝঞ্ঝাট সংসার চান? বিয়ের এসব মুহূর্তের ছবি ভুলেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement