সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব-১৯ (Under 19) বিশ্বজয়ী দলের একাধিক ক্রিকেটার হয়তো অংশ নিতে পারবেন না আইপিএলের নিলামে। আইপিএলের (IPL) মেগা নিলামের(Auction) জন্য যে নিয়ম তৈরি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, অধিকাংশ বিশ্বজয়ী ক্রিকেটার সেই শর্ত পূরণ করতে পারছেন না। নিয়ম অনুযায়ী, যাঁরা অন্তত একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বা লিস্ট এ ম্যাচ খেলেছেন, তাঁদের নাম নিলামের জন্য বিবেচিত হবে।
আবার ঘরোয়া ক্রিকেটে অংশ না নিলেও আইপিএল নিলামের আগে ১৯ বছর পূর্ণ করলে সংশ্লিষ্ট ক্রিকেটার মেগাইভেন্টে অংশ নিতে পারবেন। এটাই বোর্ডের নিয়ম। কিন্তু একটি ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী দলের আট সদস্য সেই নিয়মের শর্ত পূরণ করতে পারছেন না। সেই কারণে উইকেট কিপার দীনেশ বানা, শাইক রশিদ, রবি কুমার, নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ যাদব, অঙ্গকৃষ রঘুবংশী. মানব পারেখ এবং গর্ব সঙ্গওয়ান হয়তো এবারের নিলামে নেই।
[আরও পড়ুন: কাঁটা দিয়ে আজ কাঁটা তুলতে চান সবুজ-মেরুন কোচ ফেরান্দো]
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখনও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। কিন্তু বোর্ডের অভ্যন্তরে অনেকেই মনে করেন যে এই ক্ষেত্রেও নিয়ম হয়তো শিথিল করা হবে। কারণ করোনা অতিমারীর কোপে পড়েছে ঘরোয়া টুর্নামেন্টেও। এবারের নিলাম হবে চলতি মাসের ১২ এবং ১৩ তারিখ। ৫৯০ জন ক্রিকেটার অংশ নেবেন নিলামে।
বোর্ডের প্রশাসক রত্নাকর শেঠী জানিয়েছেন, ”এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই ছেলেরা লিস্ট এ টুর্নামেন্ট খেলতে পারেনি। কারণ অনূর্ধ্ব ১৯ এবং লিস্ট এ ম্যাচ একই সঙ্গে খেলা হয়েছিল। একটা মরশুমে কোনও খেলাই হয়নি। আমার মনে হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করবে। নিয়মের বেড়াজালে যেন ক্রিকেটাররা জড়িয়ে না পড়ে। দলটা দুর্দান্ত খেলেছে। তবে দেখতে হবে ওরা যেন সুযোগ পায়।”