shono
Advertisement

চপ্পলেই কাত হবে ইভটিজার, নারী সুরক্ষায় নয়া হাতিয়ার আবিষ্কার পড়ুয়াদের

চপ্পলেই বিদ্যুতের শক, থাকছে জিপিএস-ড্রোনের সুবিধা৷ The post চপ্পলেই কাত হবে ইভটিজার, নারী সুরক্ষায় নয়া হাতিয়ার আবিষ্কার পড়ুয়াদের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:44 PM Jun 04, 2019Updated: 01:51 PM Jun 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পায়ের চপ্পলই অস্ত্র৷ তাতেই ঘায়েল করা যাবে ইভটিজারকে৷ এমনই এক জুতো আবিষ্কার করে ফেলেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের জনা কয়েক ইঞ্জিনিয়ারিং ছাত্র৷ এর মধ্যে এমনভাবেই জিপিএস সিস্টেম বসানো হয়েছে, যা নাকি ড্রোনের মতো কাজ করবে৷

Advertisement

[আরও পড়ুন: ইন্টারনেট ডেটা বেশি খরচ করেন? এই প্ল্যানটি আপনার জন্য আদর্শ]

প্রযুক্তি খুব সহজ৷ চটির ভিতরেই সার্কিটের মাধ্যমে জিপিএস বসানো রয়েছে৷ একটি সুইচের মাধ্যমেই জিপিএসটি সংযুক্ত হয়ে যাবে৷ কেউ যদি উত্যক্ত করে, তাহলে প্যানিক বাটন নিজে থেকেই সচল হবে৷ সেক্ষেত্রে কোনও মেয়ে চাইলে ইভটিজারকে ইলেকট্রিক শকের মাধ্যমে ঘায়েল করতে পারেন৷ সেই প্রযুক্তিতেই তৈরি এই চপ্পল৷ এমনকী চপ্পল যিনি পরেছেন, তিনি জিপিএস অন করলে স্বয়ংক্রিয়ভাবে একটি ড্রোনও কার্যকরী হতে শুরু করে৷ যা আশেপাশের এলাকাজুড়ে নজরদারি চালায়, আরও কোনও ক্ষতিকর যুবক লুকিয়ে আছে কি না৷ একইসঙ্গে নিকটবর্তী পুলিশ স্টেশনেও পৌঁছে দেবে বিপদ সংকেত৷

মোরাদাবাদের ইঞ্জিনিয়ারিং কলেজের একদল ছাত্র নিজেদের অভিনব ভাবনাচিন্তা এবং অর্জিত শিক্ষার প্রয়োগে তৈরি করেছে ‘স্যান্ডেল ড্রোন’৷ এই উদ্ভাবনের অন্যতম কারিগর ছাত্র দিবাকর শর্মার কথায়, ‘আমাদের দেশে ধর্ষণ, যৌন হয়রানির ঘটনা একটা বড় সমস্যা৷ তাই আমরা এমন একটা চটি তৈরি করলাম, যার ভিতরেই প্রযুক্তির মাধ্যমে সুরক্ষা ব্যবস্থা রয়েছে৷ একটি সুইচের মাধ্যমে চটিতে ইলেকট্রিক শক তৈরি হবে, যাতে সহজেই ঘায়েল হবে ইভটিজাররা৷’ দিবাকর আরও বলছে, ‘জিপিএস সিস্টেমের মাধ্যমে ড্রোন চালু হলে, তা স্থানীয় পুলিশ স্টেশন এবং নিগৃহীতার পরিবারেও সংকেত পৌঁছে দেবে৷’

[আরও পড়ুন: PUBG খেলার টেনশনে হৃদরোগে মৃত ১৬ বছরের কিশোর]

যে অধ্যাপক এই ছাত্রদের মৌলিক প্রকল্পটি রূপায়ণে সাহায্য করেছেন, তাঁর বক্তব্য, এভাবেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমজনতার উপকারের জন্য কিছু বাজারজাত সামগ্রী তৈরি করার চেষ্টা করা হচ্ছে৷ এর পেটেন্ট দেওয়া হোক ছাত্রছাত্রীদের, এই দাবিও করেছেন ওই অধ্যাপক৷ মহিলা সুরক্ষায় এই প্রযুক্তিসম্পন্ন পরীক্ষামূলক চপ্পল বাজারে এলে, তা নিশ্চিতভাবে একটা বড় হাতিয়ার হয়ে উঠবে৷

The post চপ্পলেই কাত হবে ইভটিজার, নারী সুরক্ষায় নয়া হাতিয়ার আবিষ্কার পড়ুয়াদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement