shono
Advertisement
Mainul Ahsan Nobel

জেলে বিয়ের পরই মুক্তি! ধর্ষণ মামলায় জামিন পেলেন নোবেল

একমাসেরও বেশি সময় জেলবন্দি ছিলেন নোবেল।
Published By: Tiyasha SarkarPosted: 03:41 PM Jun 24, 2025Updated: 03:41 PM Jun 24, 2025

সুকুমার সরকার, ঢাকা: ধর্ষণের মামলায় গ্রেপ্তারের পর জেলেই অভিযোগকারিনীকে বিয়ে করেছেন সারেগামাপা খ্যাত বাংলাদেশি শিল্পী মইনুল আহসান নোবেল। তাতেই মিলল মুক্তি। ধর্ষণ মামলায় অবশেষে জামিন পেলেন শিল্পী। একমাসেরও বেশি সময় জেলবন্দি ছিলেন তিনি।

Advertisement

ফাইল ছবি

সারেগামাপা-এর দৌলতে দুই বাংলাতেই বেশ জনপ্রিয় নোবেল। খ্যাতি যেমন পেয়েছেন, তেমনই বারবার বিতর্কে জড়িয়েছেন শিল্পী। তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগও উঠেছে। সম্প্রতি অপহরণ ও যৌনহেনস্থার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নির্যাতিতা দাবি করেন, এক কলেজ ছাত্রীকে বেশ কয়েকমাস আগে বিয়ের প্রস্তাব দেন গায়ক। শুধু তাই নয়, তাঁকে দেখা করার জন্য ডেকেও পাঠান। অভিযোগ, এরপর থেকেই নাকি নিজের বাড়িতে তাঁকে আটকে রেখে নির্যাতন চালিয়েছেন নোবেল। শুধু তাই নয়, সেই সমস্ত ছবি ও ভিডিও ফোনবন্দি করে তরুণীকে লাগাতার ভয় দেখিয়েছেন বলেও অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতেই ১৯ মে বাংলাদেশের ডেমরা থানার পুলিশ গ্রেপ্তার করে নোবেলকে। যদিও শিল্পীর দাবি ছিল, অভিযোগকারী তাঁর স্ত্রী।

যদিও এই দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি নোবেল। পরবর্তীতে গত ১৮ জুন আদালতের নির্দেশে জেলেই নির্যাতিতাকে বিয়ে করেন নোবেল। রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর আইনজীবী মহ. খলিলুর রহমান জামিনের আবেদন করেন। বিচারক নোবেলের উপস্থিতিতে জামিনের শুনানির জন্য মঙ্গলবার দিনকেই ধার্য করেছিলেন। নির্যাতিতার আপত্তি না থাকায় জামিন পেলেন তিনি। উল্লেখ্য, জানা গিয়েছে, ২০১৮ সালে নোবেলের সঙ্গে সোশাল মিডিয়ায় পরিচয় হয় নির্যাতিতা অর্থাৎ তাঁর বর্তমান স্ত্রীর। ২০২৩ সালে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। পরবর্তীতে প্রেমিকাকে বাড়িতে ডাকেন নোবেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধর্ষণের মামলায় গ্রেপ্তারের পর জেলেই অভিযোগকারিনীকে বিয়ে করেছেন সারেগামাপা খ্যাত বাংলাদেশি শিল্পী মইনুল আহসান নোবেল।
  • সেই মামলায় অবশেষে জামিন পেলেন শিল্পী।
  • একমাসেরও বেশি সময় জেলবন্দি ছিলেন তিনি।
Advertisement