বাঙালির কাছে বিয়ে মানেই টুকটুকে লাল বেনারসি, ভারী সোনার গয়না। বিয়ের কনের গায়ে অন্য কোনও রঙই দেখতে পছন্দ করে না বাঙালি। আর সেই রঙ যদি হয় সাদা! নৈব নৈব চ! বিয়েতে কনে সাদা শাড়ি পরবে একথা ভাবতেও পারেন না কেউ। কনে তো দূর-অস্ত, বিয়ে বাড়িতে আমন্ত্রিতরাও চেষ্টা করেন সাদা এড়িয়ে যেতে। এটা কার্যত প্রথায় পরিণত হয়েছে। সেই চিরাচরিত প্রথা ভেঙে সাহসী পদক্ষেপ বঙ্গতনয়ার। সাদা শাড়ি-ওড়নায় বিয়ের পিঁড়িতে বসলেন কনে। ছবি ছড়িয়ে পড়তেই রীতিমতো ট্রোলড নববধূ। বিষয়টা প্রকাশ্যে আসতেই এনিয়ে মুখ খুললেন মমতা শংকর। বললেন, "হিন্দু ধর্মে এই রীতি প্রচলিত না।"
বিয়ের পিঁড়িতে প্রীতিপর্ণা। ছবি- সোশাল মিডিয়া।
জানা গিয়েছে, কনের নাম প্রীতিপর্ণা রায়। তিনি পেশায় নৃত্যশিল্পী। তাঁর বিয়ের পোশাক-সাজ একেবারে হট টপিক। সেই ছবি শেয়ার করে নিজেদের বক্তব্য পেশ করে নববধূকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করছেন অনেকেই। কেউ বলছেন ভাইরাল হতেই নাকি বিয়ের এমন সাজ! কেউ লিখেছেন, 'অদ্ভুত রুচি। বাঙালি বিয়ের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে।' কেউ শালীনতার সীমা লঙ্ঘন করে বিঁধেছেন নববধূকে। তবে ইতিবাচক মন্তব্যও করেছেন অনেকেই।
সিঁদুরদানের পর প্রীতিপর্ণা। ছবি-সোশাল মিডিয়া।
এবিষয়ে মমতা শংকর বললেন, "আমি তো ওঁকে ব্যক্তিগতভাবে চিনি না। ওঁর পরিবারের কিংবা ওঁর নিশ্চয়ই ব্যক্তিগত পছন্দ রয়েছে। সেই পছন্দই বিয়ের আসরে প্রাধান্য পেয়েছে। সাধারণত হিন্দু ধর্মে এমন রীতি প্রচলিত নয়, কিন্তু কেউ যদি দৈববাণী পান, বা কারও পরিবারের কোনও নিয়ম থাকে তাহলে সেটা যাঁর যাঁর নিজস্ব বিষয়। আমি এই বিষয়ে কিছু মন্তব্য করতে চাই না। আসলে এখন অন্য অনেক বিষয়ে কথা বলাটা জরুরি, তাই কারও ব্যক্তিগত পছন্দ নিয়ে কথা বলতে চাই না।"
