shono
Advertisement

‘তাড়াতাড়ি চলে গেল…’, উস্তাদ রাশিদ খানের প্রয়াণে বিধ্বস্ত ঊষা ঊত্থুপ

রাশিদ খানকে শ্রদ্ধা জানাতে হাসপাতালে গিয়েছিলেন বর্ষীয়ান শিল্পী।
Posted: 07:26 PM Jan 09, 2024Updated: 09:17 PM Jan 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৫৫ বছর। এ তো চলে যাওয়ার বয়স নয়। ভাতৃসম রাশিদ খানের প্রয়াণে বিধ্বস্ত সঙ্গীতশিল্পী ঊষা ঊত্থুপ (Usha Uthup)। বুধবার দুপুর ৩.৪৫ নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালে উস্তাদ রাশিদ খান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়েই সন্ধ্যাবেলা সেখানে ছুটে যান বর্ষীয়ান শিল্পী।

Advertisement

প্রয়াত রাশিদ খানকে দেখতে হাসপাতালে ঊষা উত্থুপ। সঙ্গে অরিন্দম শীল। ছবি: ব্রতীন কুণ্ডু।

মুখে মাস্ক পরে হাসপাতালে এসেছিলেন ঊষা ঊত্থুপ। শিল্পীর হাত ধরে তাঁকে ভিতরে নিয়ে যান পরিচালক অরিন্দম শীল। বেরিয়ে এসে সাংবাদিকদের ঊষা উত্থুপ বলেন, “আমরা সবাই এই খবরে শোকাহত, বিধ্বস্ত। কিছু বলার নেই এখন। শুধু বলব, আমাদের সঙ্গীত জগতের সকলে সমবেতভাবে এই দুঃখে ভাগীদার। আর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম এক সেরা শিল্পী ছিলেন তিনি। খুবই দুঃখের। আমরা বিধ্বস্ত। বিগেস্ট লস্ট। তাড়াতাড়ি চলে গেল।”

[আরও পড়ুন: প্রয়াত উস্তাদ রাশিদ খান, সঙ্গীত জগতে নক্ষত্রপতন]

ক্যানসারের মতো মারণ রোগের সঙ্গে লড়ছিলেন রাশিদ খান। তার মধ্যেই আবার সেরিব্রাল স্ট্রোক। আপ্রাণ চেষ্টা করেও শেষরক্ষা হল না। বুধবার থামল লড়াই। যদিও উস্তাদ রাশিদ খানের মতো শিল্পীদের মৃত্যু নেই। কারণ তাঁরা সুরের আকাশের উজ্জ্বল শুকতারা। তাঁদের কণ্ঠ থেকে যাবে আপামর ভক্ত শ্রোতার হৃদয়ে চিরভাস্বর হয়ে।

প্রিয় ছাত্রের প্রয়াণে ভারাক্রান্ত পণ্ডিত অজয় চক্রবর্তীও। সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে বর্ষীয়ান শিল্পী জানালেন কথা বলার মতো পরিস্থিতি তাঁর নেই। হারিয়ে ফেলেছেন শব্দ। গত এক মাস ধরে প্রিয় ছাত্র খবর রাখছিলেন। আজ শুধুই হতাশা।“ও তো আমার হাতেই তৈরি। এটা তো চলে যাওয়ার বয়স নয়। দেশের সঙ্গীত জগৎ এক গুণী শিল্পীকে হারাল,” বলেন তিনি।

[আরও পড়ুন: প্রিয় রাশিদ সম্পর্কে কী বলেছিলেন পণ্ডিত ভীমসেন যোশী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement