shono
Advertisement

Breaking News

অভিনয়ে সেরা পঙ্কজ ত্রিপাঠী, তবে জমল না ‘ফুকরে ৩’, পড়ুন রিভিউ

'ফুকরে ৩'-এর গল্পে এবার ঢুকে পড়েছে জল মাফিয়া!
Posted: 05:05 PM Sep 30, 2023Updated: 05:05 PM Sep 30, 2023

আকাশ মিশ্র: গণ্ডগোল, শুধুই গণ্ডগোল। ফুকরে মানে তো তাই। অন্তত, ফুকরে, ফুকরে ২, সবেতেই এই গণ্ডগোল দর্শকদের আনন্দ দিয়েছিল। কিন্তু ফুকরে ৩? গণ্ডগোল আছে, তবে তা চিত্রনাট্যে। যার ফলে আগের দুটো ছবির মতো একেবারেই জমে ওঠেনি ‘ফুকরে ৩’।

Advertisement

‘ফুকরে ৩’-এর গল্পে এবার ঢুকে পড়েছে নির্বাচন এবং জল মাফিয়া! আর তা নিয়েই গণ্ডগোল পাকাল হানি (পুলকিত সম্রাট), চুচা (বরুণ শর্মা) ও লালি (মনজোত সিং)। গল্পটা এগিয়েছিল বেশ ভাল। তবে বিরতির আগে থেকেই স্লথ হয়ে গতি। কমেডি রয়েছে। কিন্তু তা বেশিরভাগ ক্ষেত্রেই মোটাদাগের। কিছু কিছু জায়গায় তো খুবই একইরকম লাগে। নতুনত্ব বলে কিছু নেই।

[আরও পড়ুন: ‘হাউসফুল দেখার অপেক্ষা শেষদিন পর্যন্ত থাকবে’, জন্মদিনের আগে প্রাণখোলা প্রসেনজিৎ]

অভিনয়ের দিক থেকে এবার বাজিমাত করেছেন পঙ্কজ ত্রিপাঠী। পঙ্কজের অভিনয়ের জন্য়ই এই ছবি দেখা যায়। এছাড়া, পুলকিত সম্রাট, রিচা চাড্ডা, মনজোত সিং, বরুণ শর্মা একইরকম।

সব মিলিয়ে ‘ফুকরে ৩’, আগের দুই ‘ফুকরে’ র মতো একেবারেই জমেনি। বরং চিত্রনাট্য়ের দুর্বলতার জন্য মাঝে মধ্য়েই ‘ফুকরে ৩’ বোরিং হয়ে যায়।

[আরও পড়ুন: ধর্ম, হানাহানির উর্ধ্বে অঙ্কুশ-প্রিয়াঙ্কার প্রেম! মনুষ্যত্বের গল্প বলে ‘কুরবান’, দেখুন টিজার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement