shono
Advertisement

Breaking News

‘২৪ কোটি মুসলমানকে কি চিনে পাঠাতে চান?’, মোদিকে তীব্র আক্রমণ ফারুখের

কেন এমন বললেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী?
Posted: 01:40 PM Mar 12, 2023Updated: 01:40 PM Mar 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মের নামে রাজনীতি, বিভাজনের অভিযোগ। এবার কেন্দ্র সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহ (Farooq Abdullah)। মোদির উদ্দেশে তাঁর প্রশ্ন, দেশের ২২-২৪ কোটি মুসলমানকে কি আপনারা সমুদ্রে ফেলে দিতে চান? নাকি চিনে পাঠিয়ে দিতে যান?

Advertisement

৩৭০ ধারা (Article 370) বাতিলের পর প্রায় সাড়ে ৩ বছর পার। এখনও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো হল না। এখনও নির্বাচন ঘোষণা করা হয়নি উপত্যকায়। এই পরিস্থিতিতে ফের একযোগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিল কাশ্মীরের দলগুলি। শনিবার ফারুখ আবদুল্লাহর বাড়িতে কাশ্মীরের বেশ কয়েকটি রাজনৈতিক দল একযোগে বৈঠকে বসেছিল। সেই বৈঠক শেষে ফারুখ বলে দেন, যেভাবে একটা পূর্ণরাজ্যের মর্যাদা সম্পন্ন রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হল, সেটা এই দেশের জন্য দুঃখজনক। আমরা অবিলম্বে পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবি জানাব।

[আরও পড়ুন: আগামী সপ্তাহেই রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা, কোন কোন জেলায় পড়বে প্রভাব?]

ওই সাংবাদিক বৈঠকেই ফারুখ বলেন, “গান্ধিজি (Mahatma Gandhi) রামরাজ্যের কথা বলতেন। রামরাজ্য মানে তিনি বোঝাতে চাইতেন, এমন একটা রাজ্য যেখানে সবাই সমান সুযোগ পাবে। কেউ বঞ্চিত হবে না। আমাদের গান্ধীজির দেখানো পথ অনুসরণ করা উচিত। কারও বিরুদ্ধে বিভেদ তৈরি করা উচিত নয়।” এরপরই কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করে আবদুল্লাহ বলে দেন, ঘৃণার রাজনীতি নতুন কিছু নয়। আপনারা ২২-২৪ কোটি মুসলিমকে নিয়ে কী করতে চান? সমুদ্রে ফেলে দিতে চান নাকি চিনে পাঠাতে চান?”

[আরও পড়ুন: ‘সব নির্বাচনেই আমাদের অগ্নিপরীক্ষা দিতে হয়’, বিস্ফোরক মুখ্য নির্বাচন কমিশনার]

আবদুল্লাহ জানিয়েছেন কাশ্মীরের (Kashmir) সব স্থানীয় রাজনৈতিক দলগুলির প্রতিনিধি যৌথভাবে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে দরবার করবে। অবিলম্বে কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো এবং নির্বাচন করানোর দাবিতে সরব হবে। আগামী দিনে বৃহত্তর বিক্ষোভ কর্মসূচিও রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement