shono
Advertisement

Breaking News

Sindur Khela

সিঁদুরখেলায় ত্বকের ক্ষতির আশঙ্কা? জেনে নিন কীভাবে নেবেন যত্ন

এই টিপস আপনার কাজে লাগবেই।
Published By: Sayani SenPosted: 10:22 AM Oct 13, 2024Updated: 10:23 AM Oct 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উমার কৈলাসে ফেরার পালা। বনেদি বাড়ি থেকে বারোয়ারি সর্বত্র মিষ্টিমুখের পর পানপাতা দিয়ে মুখ মুছিয়ে মেয়ের শ্বশুরবাড়ি ফেরার প্রস্তুতি। চলছে সিঁদুরখেলা।

Advertisement

কিন্তু অনেকেই ইচ্ছা থাকলেও সিঁদুরখেলায় অংশ নেন না। তাঁদের আশঙ্কা ত্বকের সমস্যা হবে না তো? ত্বকের সমস্যার একেবারে সম্ভাবনা নেই তা বলা যাবে না। কারণ, সিঁদুরে থাকে পারদ, সীসা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম-সহ নানা রাসায়নিক। যা ত্বকের ক্ষতি করার জন্য যথেষ্ট। ত্বকে জ্বালা ভাব, চুলকানি, ফুসকুড়ির মতো সমস্যা তৈরি হতে পারে। এমনকী মুখও ফুলে যেতে পারে। তবে তা বলে মন চাইলেও সিঁদুরখেলায় একেবারে অংশ নেবেন না, সে কী হয়? তাই সিঁদুরখেলার পরে নিন ত্বকের বিশেষ যত্ন। আপনার জন্য রইল টিপস।

দোলের সময় রং মাখার আগে ত্বকে ময়েশ্চারাইজার মেখে নেন অনেকেই। তাতে রং তুলতে সুবিধা হয়। ঠিক তেমনই সিঁদুর খেলতে যাওয়ার আগে ময়েশ্চারাইজার মাখুন।

সিঁদুরখেলা তো হল। এবার প্রশ্ন তুলবেন কীভাবে? সিঁদুরখেলার পর বাড়ি ফিরে ফেসওয়াশ ব্যবহার করুন। ফেসওয়াশে কাজ না হলে মেক আপ রিমুভার ব্যবহার করতে পারেন। তাতেও কাজ না হলে হালকা হাতে স্ক্রাব করা যেতে পারে।

এর পর মুখে টোনার দিন। টোনার মাখার পর ভাল করে শুকিয়ে নিন।

সিঁদুরখেলার পর ত্বকে জ্বালা অনুভব হওয়া অসম্ভব নয়। জ্বালা করলে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন।

রাতভর খেয়াল রাখুন। ত্বকের জ্বালাভাব একেবারে না কমলে কোনও চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ত্বকের সমস্যার কথা ভেবে সিঁদুরখেলা থেকে দূরে থাকেন অনেকে।
  • সিঁদুরখেলার পর ত্বকে জ্বালা অনুভব হওয়া অসম্ভব নয়।
  • ত্বকের জ্বালাভাব একেবারে না কমলে কোনও চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।
Advertisement