shono
Advertisement
Thamma

আয়ুষ্মান-রশ্মিকার প্রেমে বাধ সাধলেন নওয়াজউদ্দিন! কেমন হল 'থামা'? পড়ুন রিভিউ

কেমন হল আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা অভিনীত এই ছবি?
Published By: Arani BhattacharyaPosted: 05:22 PM Oct 24, 2025Updated: 07:26 PM Oct 24, 2025

অরণী ভট্টাচার্য: দীপাবলির আবহে মুক্তি পেয়েছে আদিত্য সরপোতদারের ছবি 'থামা'। মানব ও অবমানবের দুনিয়ার এক গল্প বুনেছেন পরিচালক এই ছবিতে। বলিউডে এর আগে হরর ঘরানার ছবি বলতে যা মনে হত সেই ধারা ভেঙেছে একটু একটু করে। একঘেয়ে ভূতের ছবির বাইরে অতিপ্রাকৃত বিষয় নিয়ে ছবি যে বলিউডেও হতে পারে তা প্রমাণ করে দিয়েছে 'ম্যাডক সুপান্যাচারাল ইউনিভার্স'। যে জার্নি শুরু হয়েছিল 'স্ত্রী' ছবির হাত ধরে। আর সেই ধারাবাহিকতা বজায় থাকল এই ফ্রাঞ্চাইজির নতুন ছবি 'থামা'র হাত ধরে। নতুন এই ছবিও বেশ গা ছমছমে এক আবহ তৈরি করেছে প্রথা মেনে। মানুষ আর না-মানুষের মধ্যে তৈরি হয় প্রেম। আর তার টানেই কী কী টুইস্ট আনে গল্পের নায়ক-নায়িকা সেটাই আগ্রহের সবথেকে বড় জায়গা তৈরি করছে। কেমন হল আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা অভিনীত 'থামা'? 

Advertisement

হরর-থ্রিলার ঘরানার ছবি এমনিতেই দর্শকের বিশেষ পছন্দের। এই ছবিতে আয়ুষ্মান খুরানা অভিনীত চরিত্রটি পেশায় সাংবাদিক। সেই চরিত্রের নাম অলোক, যে বন্ধু-সহকর্মীদের সঙ্গে পাহাড়ে ট্রেকিংয়ে গিয়ে পড়ে বড় বিপদে। আর সেই বিপদ থেকে বাঁচতেই পালায় সে। পথ ভুলে পৌঁছায় এমন এক ডেরায় যেখানে মানুষ নয় অতিপ্রাকৃত শক্তির বাস। তারা দেখতে মানুষের মতো হলেও তাদের মধ্যে রয়েছে অন্য এক শক্তি। আর সেখানেই অলোকের দেখা দেখা হয় 'তারকা'র সঙ্গে। এই চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা। তারকার জীবনযাত্রা সম্পর্কে ওয়াকিবহাল না হলেও তা জানতে উৎসাহী হয়ে পড়ে অলোক। আর বিপদের হাত থেকে পালাতে গিয়ে আহত হয় অলোক। তার সেবাশুশ্রূষা করে সারিয়ে তোলে তারকা। পাহাড় থেকে সুস্থ হয়ে শহরে ফেরে অলোক, সঙ্গে নিয়ে আসে তারকাকে। তার জীবনযাত্রা, হাবভাব কোনও কিছুই স্বাভাবিক মনে হয় না অলোকের বাবার। কিন্তু কপালের লেখা খণ্ডাবে কে? ধীরে ধীরে অলোক-তারকার মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আর এর মধ্যেই তারকা তার আগের জগতে ফিরে যাওয়ার নির্দেশ পায়। ভালোবাসার মানুষকে আটকাতে গিয়ে আলোকের জীবনে আসে বিরাট এক পরিবর্তন। তারকার মতোই হয়ে ওঠে অলোকের জীবন। আসে আমূল পরিবর্তন। তবে সেই পরিবর্তন ঠিক কী? তা জানতে ছবি দেখতেই হবে।

তবে ছবিতে নায়ক নায়িকার শুরু থেকে শেষ পর্যন্ত উজ্জ্বল উপস্থিতি নজর কারলেও এই ছবির নামভূমিকায় বিশেষভাবে নজর কেড়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। মানুষ আর না-মানুষের দুনিয়ার সবচেয়ে শক্তিধর বলে দাবি করে সে নিজেকে। নিয়ম ভাঙা তার কাছে সাধারণ এক বিষয়। আয়ুষ্মান ও রশ্মিকার প্রেমে একপ্রকার বাধা হয়ে দাঁড়ায় সে। তাকে কি নিজের শক্তিবলে হারাতে পারবে আয়ুষ্মান ও রশ্মিকা অভিনীত চরিত্র, সেটাই দেখার। তবে মূলত হরর ঘরানার ছবি হলেও এই ছবিতে অ্যাকশন, কমেডি, রোম্যান্সের মতো উপজীব্যও রয়েছে পুরোদস্তুর। ছবিতে আয়ুষ্মানের বাবার চরিত্রে পরেশ রাওয়াল সমস্ত কৌতূকের জোগান দিতে একাই একশো। সঙ্গে ছবির সেট সত্যিই দেখার মতো। তবে এই ম্যাডক সুপারন্যাচারাল ইউনিভার্সের অন্তর্ভুক্ত নতুন এই ছবিতে ফিরে এসেছে 'ভেড়িয়া'। পর্দায় ফুটে উঠেছে বরুণ ধাওয়ান ও আয়ুষ্মান খুরানার জোরদার লড়াই। ক্যামিও চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, 'ভেড়িয়া' ও  'থামা', দুই ছবির দুই চরিত্রকে নিয়ে আগামীতে ছবি তৈরি ইঙ্গিত ছবি শেষে দিয়েছেন পরিচালক। যেখান থেকে বোঝাই যাচ্ছে। এখানেই 'থামা'র জার্নি শেষ নয়। নতুন কিছু আরও আসবে দর্শকের জন্য। ঝকঝকে চিত্রগ্রহণ বিশেষভাবে নজর কেড়েছে। ছবিতে অন্যমাত্রা যোগ করেছে 'পয়জন বেবি' আইটেম ডান্সে মালাইকা অরোরা। সঙ্গে রয়েছে নোরা ফতেহির আইটেম ডান্সও। সবমিলিয়ে বড়পর্দায় এই ছবি অদ্ভুতুড়ে এক আবহ তৈরি করতে বেশ এগিয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মানব ও অবমানবের দুনিয়ার এক গল্প বুনেছেন পরিচালক এই ছবিতে।
  • হলিউডের পাশাপাশি সমানভাবে তা নিয়ে যে বলিউডও কাজ করতে দক্ষ তা প্রমাণ করে দিয়েছে ম্যাডক সুপান্যাচারাল ইউনিভার্স।
  • দীপাবলির আবহে মুক্তি পেয়েছে আদিত্য সরপোতদারের ছবি 'থামা'।
Advertisement